দলে পূর্ণ নিয়ন্ত্রণ আছে, বললেন বাবর

ক্ষমতাহীন অধিনায়ক, দল নির্বাচনে নেওয়া হয় না তার পরার্মশ; এমন সব মন্তব্যে বিরক্ত বাবর আজম। পাকিস্তান অধিনায়ক স্পষ্ট করে জানিয়ে দিলেন, দলে তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং সব সিদ্ধান্ত নিজেই নেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2021, 05:08 PM
Updated : 28 April 2021, 05:08 PM

কদিন আগে পাকিস্তানের আফ্রিকা সফরের দল নির্বাচন নিয়ে বাবরের অসন্তোষের কথা ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে বয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়।

সে সময় বাবরকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারার পর সাবেক অধিনায়ক শোয়েব মালিক দাবি করেন, অধিনায়ক ও প্রধান নির্বাচক সব সিদ্ধান্ত নিতে পারছেন না।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এ সব নিয়ে প্রশ্নের মুখে পড়েন বাবর। বিরক্তি নিয়েই তিনি জানালেন, দল পুরোপুরি তার নিয়ন্ত্রণেই আছে।

“আমি বুঝি না, তবে প্রায়ই সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বলা হয়, আমার কর্তৃত্ব নেই এবং আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি না।”

“আমি শেষবারের মতো পরিষ্কার করে দিতে চাই, দল নির্বাচন ও অন্যান্য বিষয়ে সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে রয়েছে। আমি মাঠে নিজেই সবকিছু সামলাই। আমি নিজেই একাদশ বাছাই করি, এক্ষেত্রে ম্যানেজমেন্টের পরামর্শও শুনি। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব সম্পর্কে আমি সজাগ।”