বিশ্বকাপের আগে সিপিএল সেন্ট কিটস অ্যান্ড নেভিসে

করোনাভাইরাসের কঠিন সময়ে আবারও একটি ভেন্যুতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের আসর হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 03:59 PM
Updated : 27 April 2021, 03:59 PM

২০২১ সালের আসরের ভেন্যুর নাম মঙ্গলবার ঘোষণা করে সিপিএল কর্তৃপক্ষ। ছয় দলের এই টুর্নামেন্টটি হবে ওয়ার্নার পার্কে।

কোভিড-১৯ মহামারির প্রকোপের মাঝেও গত বছর সিপিএল আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সবগুলো ম্যাচ হয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়।

আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হবে সিপিএলে নবম আসর। ৩৩ ম্যাচের এই টুর্নামেন্টের বিস্তারিত পরে জানানো হবে। ভারতে আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সিপিএলের প্রথম আসর মাঠে গড়িয়েছিল ২০১৩ সালে। এখন পর্যন্ত হওয়া আট আসরের চারটিতেই শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স। দুইবার করে এই স্বাদ পেয়েছে বারবাডোস ট্রাইডেন্টস ও জ্যামাইকা তালাওয়াস।