জাদেজার তাণ্ডবে হেরেও খুশি কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2021 11:25 AM BdST Updated: 26 Apr 2021 02:11 PM BdST
লড়াই ছিল চেন্নাই সুপার কিংসের সঙ্গে, তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হেরে গেল আসলে রবীন্দ্র জাদেজার কাছে। এই বাঁহাতির বিধ্বংসী ব্যাটিং আর দুর্দান্ত বোলিংয়ের জবাবই খুঁজে পায়নি তারা। বেঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি তবু একটি কারণে দারুণ খুশি। এই জাদেজাকেই তো সামনে পাবেন নিজের দলে!
এখন মাস দুয়েকের জন্য কোহলির পরিচয় বেঙ্গালোর অধিনায়ক। কিন্তু তার মূল পরিচয় তো ভারত অধিনায়ক। সব সংস্করণেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। জাদেজার এই ফর্ম দেখে কোহলির জাতীয় দলের অধিনায়ক সত্ত্বার খুশি হওয়ার কারণ আছে বৈকি!
মুম্বাইয়ে আইপিএলের ম্যাচটিতে রোববার জাদেজা খেলেন ২৮ বলে ৬২ রানের ইনিংস। এর মধ্যে ছিল এক ওভারে ৩৭ রানের আইপিএল রেকর্ডও। প্রতিপক্ষের সেরা বোলার হার্শাল প্যাটেলকে লণ্ডভণ্ড করে দেন তিনি ওই ব্যাটিং ঝড়ে।
শেষ নয় ওখানেই। ম্যাচের পরের ভাগে দুর্দান্ত ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সকে বোল্ড করে জাদেজা ভেঙে দেন বেঙ্গালোরের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে রান আউট করেন বিপজ্জনক ড্যান ক্রিস্টিয়ানকে।
ম্যাচের পর কোহলি দলের হারের হতাশার পাশাপাশি জানালেন জাদেজার পারফরম্যান্সে উচ্ছ্বাসের কথা।
“তার সামর্থ্য কেমন, সবাই দেখছে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে তাকে পারফর্ম করতে দেখে আমি সত্যিই খুশি। মাস দুয়েক পরই সে ভারতের হয়ে খেলবে এবং দলের মূল অলরাউন্ডারকে ব্যাট হাতে এভাবে পারফর্ম করতে দেখা দারুণ সন্তুষ্টির। সে যখন ভালো পারফর্ম করে ও আত্মবিশ্বাসী থাকে, তখন তা অনেক সুযোগ তৈরি করে দেয়।”
কোহলি যেটির কথা বললেন আলাদা করে, সেই ব্যাটিংয়ে গত বছর দুয়েকে দারুণ উন্নতি হয়েছে জাদেজার। এই ম্যাচেই যেমন তাকে পাঁচ নম্বরে সুযোগ দেয় চেন্নাই, তিনি তা লুফে নেন দারুণভাবে। ম্যাচের পর চেন্নাই অধিনায়ক ধোনির কণ্ঠেও শোনা গেল জাদেজার ব্যাটিং নিয়ে স্তুতি।
“জাদ্দু (জাদেজা) এমন একজন, যে কিনা একাই খেলা বদলে দিতে পারে। গত কয়েক বছরে ওর ব্যাটিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাই তাকে বাড়তি সময় দেওয়া, বাড়তি ডেলিভারি খেলতে দেওয়া যথাযথই।”
জাদেজা নিজে বললেন, তার সাফল্যের রহস্য কেবলই পরিশ্রম।
“ফিটনেস, স্কিল, সবকিছু নিয়ে কঠোর পরিশ্রম করে চলেছি আমি। সৌভাগ্যবশত, এটা কাজে লাগছে। অলরাউন্ডার হওয়া সহজ কিছু নয়, সব বিভাগেই অবদান রাখতে হয়। ট্রেনিংয়ে আমি সব কিছু নিয়েই কাজ করি। একদিন স্কিল নিয়ে কাজ করি, আরেকদিন ফিটনেস, এভাবেই করি।”
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়