কোহলিকে ছাড়িয়ে ২ হাজারে দ্রুততম বাবর

যার সঙ্গে তার তুলনা চলে সেই বিরাট কোহলিকে একটা জায়গায় ছাপিয়ে গেলেন বাবর আজম। ভারত অধিনায়ককে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে গড়লেন দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2021, 10:39 AM
Updated : 25 April 2021, 10:39 AM

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন বাবর।

৫৬ ইনিংসে দুই হাজার ছুঁয়েছিলেন কোহলি। বাবরের লাগল ৫২ ইনিংস।

হারারেতে ব্যাটিংয়ে নামার আগে দুই হাজার রান থেকে ১৭ রান দূরে ছিলেন বাবর। রায়ান বার্লকে বাউন্ডারি মেরে পৌঁছে যান মাইলফলকে। শেষ ওভারে ফেরার আগে পাঁচটি চারে ৪৬ বলে করেন ৫২ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের আগে দুই হাজার ছুঁয়েছেন ১০ জন, এর দুই জন পাকিস্তানের। এই সংস্করণে তিন হাজার রান আছে কেবল কোহলির, ৩ হাজার ১৫৯ রান।