লঙ্কান জুটিতে অতীত হাসি-গিলেস্পির সেই জুটি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2021 07:42 PM BdST Updated: 24 Apr 2021 08:00 PM BdST
-
রেকর্ড গড়া জুটির পথে করুনারত্নে ও ধনাঞ্জয়া। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
-
মাইক হাসি ও জেসন গিলেস্পির জুটির রেকর্ড ভাঙল ১৫ বছর পর। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া।
নাইটওয়াচম্যানের ডাবল সেঞ্চুরির নজির ক্রিকেট ইতিহাসে একটিই। জেসন গিলেস্পির গৌরবময় সেই ইনিংসটিই বাংলাদেশের জন্য বড্ড বিব্রতকর স্মৃতি। এমন রেকর্ডের শিকার হতে চায় কোন দল! দ্বিশতকের সেই অবিশ্বাস্য কীর্তির ইনিংসে মাইক হাসির সঙ্গে জুটির একটি রেকর্ডও গড়েছিলেন গিলেস্পি। ১৫ বছর পর জুটির সেই রেকর্ড ভাঙলেন দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা।
চলতি পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ম্যারাথন জুটি গড়ে এখনও অবিচ্ছিন্ন করুনারত্নে ও ধনাঞ্জয়া। শনিবার চতুর্থ দিন শেষে জুটির রান ৩২২।
শেষ দিনে এই রান বাড়তে পারে আরও। তবে চতুর্থ উইকেটে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় জুটির রেকর্ড হয়ে গেছে এখনই।
আগের রেকর্ড ছিল হাসি-গিলেস্পি জুটির। ২০০৬ সালে চট্টগ্রামে দুজনে গড়েছিলেন ৩২০ রানের জুটি। সেবার ১৮২ রানে হাসির বিদায়ে ভেঙেছিল জুটি। ইতিহাস গড়া ইনিংস খেলে নাইটওয়াচম্যান গিলেস্পি অপরাজিত ছিলেন ২০১ রানে।

মাইক হাসি ও জেসন গিলেস্পির জুটির রেকর্ড ভাঙল ১৫ বছর পর। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার অবশ্য যে কোনো জুটিতেই এটি বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৩১১ ছিল মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার, ২০০৭ সালে।
বাংলাদেশের বিপক্ষে সব মিলিয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ ও বোটা ডিপেনারের। ২০০৩ সালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তৃতীয় উইকেটে ৪২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন দুজন। অভিষেক টেস্টে রুডলফ খেলেছিলেন ২২২ রানের অপরাজিত ইনিংস, ডিপেনার অপরাজিত ছিলেন ১৭০ রানে।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের