জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের আরও কাছে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2021 02:51 PM BdST Updated: 24 Apr 2021 02:51 PM BdST
-
করুনারত্নে ও ধনাঞ্জয়ার জুটি ছাড়িয়ে গেছে ২০০। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
লাঞ্চের পর শ্রীলঙ্কার রান স্রোত থামানোর যেন পথ পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। দেড়শ ছুঁয়ে অপরাজিত দিমুথ করুনারত্নে, সেঞ্চুরির দেখা পেয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। তাদের রেকর্ড জুটির সৌজন্যে পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের আরও কাছে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।
টেস্টে চতুর্থ দিন দ্বিতীয় সেশনে পানি পানের বিরতিতে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৩৯৮ রান।
প্রথম ইনিংসে ৫৪১ রান করা বাংলাদেশের চেয়ে লঙ্কানরা পিছিয়ে কেবল ১৪৩ রানে।
চতুর্থ দিন এখন পর্যন্ত ৪৪ ওভার বোলিং করে একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশ। করুনারত্নে ও ধনাঞ্জয়ার ব্যাটে শ্রীলঙ্কা যোগ করেছে ১৬৯ রান।
বাংলাদেশের বিপক্ষে আগের সেরা ১২৬ ছাড়িয়ে করুনারত্নে খেলছেন ১৫৮ রানে। এই দিনই একাদশ সেঞ্চুরির দেখা পাওয়া লঙ্কান অধিনায়কের এটি পঞ্চম দেড়শ ছোঁয়া ইনিংস।
সপ্তম টেস্ট সেঞ্চুরিতে ১১৭ রানে খেলছেন ধনাঞ্জয়া।
চতুর্থ উইকেটে করুনারত্নের সঙ্গে তার জুটিতে এরই মধ্যে উঠেছে ২০৮ রান। চতুর্থ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড জুটি এটি।
এই দুজন ছাড়িয়ে গেছেন ২০১৭ সালে কুসল মেন্ডিস ও আসেলা গুনারত্নের ১৯৬ রানের জুটি।
৩ উইকেটে ২২৯ রান নিয়ে শনিবার দিন শুরু করা শ্রীলঙ্কা শুরুতে ছিল সাবধানী। দ্বিতীয় নতুন বলে তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরির স্পেল কাটিয়ে দেওয়ার পর বাড়ায় রানের গতি। এর পর আর পেছনে তাকাতে হয়নি।
খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারে তাসকিনের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হতে হতে বেঁচে যান ধনাঞ্জয়া। আবু জায়েদ পরের ওভারে করুনারত্নের এলবিডব্লিউর রিভিউ নিয়ে সফল হয়নি বাংলাদেশ।
২৪৭ বলে সেঞ্চুরিতে পৌঁছানোর পর রানের গতি বাড়ান করুনারত্নে। ৩১০ বলে স্পর্শ করেন দেড়শ। ছাড়িয়ে যান বাংলাদেশের বিপক্ষে আগের সেরা ১২৬।
অধিনায়কের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করেন ধনাঞ্জয়াও। তাসকিনকে পুল করে ১৫৩ বলে পৌঁছান তিন অঙ্কে। ১০২ বলে ফিফটি করার পর রান করেন বলপ্রতি।
রানের গতিতে বাঁধ দেওয়ার উপায় খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। বারবার বোলিং পাল্টেও লাভ হচ্ছে না। তাসকিনই কেবল একটু ভাবাতে পেরেছেন ব্যাটসম্যানদের।
১৯৭ বলে চতুর্থ উইকেট জুটির একশ হয়েছিল। সেটা দ্বিগুণ হয়ে গেছে ৩০৩ বলেই।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের