আইপিএল শেষই হয়ে গেল আর্চারের

অস্ত্রোপচারের পর জফ্রা আর্চার অনুশীলনে ফেরায় আশা জেগেছিল। কিন্তু তাতে জল ঢেলে দিয়ে ইসিবি জানিয়েছে, এবারের আইপিএলে খেলা হচ্ছে না এই গতিময় পেসারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 03:43 PM
Updated : 23 April 2021, 03:43 PM

বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোনের পর আর্চারকেও হারাল রাজস্থান রয়্যালস। চোটের জন্য ছিটকে গেছেন অলরাউন্ডার স্টোকস। আর জৈব সুরক্ষা বলয় অসহনীয় ঠেকায় দেশে ফিরে গেছেন ব্যাটসম্যান লিভিংস্টোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার ইসিবি জানায়, শিগগির মাঠে ফেরা হচ্ছে না আর্চারের।

গত মাসে তার আঙুলে অস্ত্রোপচার করা হয়। একই সঙ্গে কনুইয়ের চোটেও ভুগছিলেন তিনি। ইসিবি জানায়, পুনর্বাসন প্রক্রিয়া শেষে এই সপ্তাহে অনুশীলন শুরু করেছেন আর্চার। তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

শুরু থেকে যে আর্চারকে পাওয়া যাবে না, জানত রাজস্থান। দলটি আশায় ছিল টুর্নামেন্টের শেষ দিকে তাকে পাওয়ার। সেই আশারও সমাধি হলো এবার।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাসি ফন ডার ডাসেনকে দলে নিয়েছে রাজস্থান। ভারতে আসতে ভিসার অপেক্ষায় আছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। পেলেই প্রথমবারের মতো তিনি খেলতে আসবেন আইপিএলে।