বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট চলাকালে মাঠকর্মীর কোভিড শনাক্ত

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনে কোভিড পজিটিভ হয়েছেন একজন মাঠকর্মী। তিনি ও তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 01:41 PM
Updated : 23 April 2021, 02:03 PM

মাঠকর্মীর কোভিড পজিটিভ হওয়ার খবর ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেন শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো।

“মাঠে প্রবেশের আগে আমরা নিয়মিত যে কোভিড পরীক্ষা করাই, সেখানেই এক অস্থায়ী মাঠকর্মীর কোভিড শনাক্ত হয়েছে শুক্রবার। শনাক্ত হওয়ার পরপরই তাকে ও তার সরাসরি সংস্পর্শে আসা আরও ৯ জনকে স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচের এই সিরিজ আয়োজিত হচ্ছে জৈব-সুরক্ষা বলয়ে। সিরিজের দ্বিতীয় টেস্টও হবে এই পাল্লেকেলে স্টেডিয়ামে।