টিকা নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন ওয়্যাগনাররা

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ইংল্যান্ড সফরের দলে থাকা নিউ জিল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার। আইপিএল খেলতে ভারতে থাকার কারণে টিকার প্রথম ডোজ নিতে পারেননি কেন উইলিয়ামসনসহ আরও কয়েকজন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 01:46 PM
Updated : 20 April 2021, 01:46 PM

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসে ইংল্যান্ড সফরে যাবে নিউ জিল্যান্ড। আগামী ২ জুন শুরু সিরিজটি। এরপর আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দলটি। ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু ১৮ জুন, সাউথ্যাম্পটনে।

দেশে থাকাদের টিকা নেওয়ার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। পেসার নিল ওয়্যাগনারের টিকা নেওয়ার সময়ের একটি ছবি টুইটারে দিয়ে তারা লিখেছে, ‘মে মাসে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে টিকার দুই ডোজের প্রথমটি নেওয়া নিউ জিল্যান্ডে থাকা শেষ খেলোয়াড় তিনি।’

ইংল্যান্ড সফরের দলে থাকা অধিনায়ক উইলিয়ামসন, স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার, পেসার ট্রেন্ট বোল্ট ও পেস বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন।

টোকিও অলিম্পিকের জন্য দেশ ছাড়ার আগে অ্যাথলেটদের টিকা দেওয়ার ব্যবস্থাও শুরু করেছে নিউ জিল্যান্ড। করোনাভাইরাসের ছোবলে এক বছর পিছিয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ নতুন সূচিতে আগামী ২৩ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ অগাস্ট।