ধোনিকে উপরে ব্যাটিংয়ের পরামর্শ গম্ভীরের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2021 04:36 PM BdST Updated: 16 Apr 2021 04:45 PM BdST
বয়স ৪০ ছুঁইছুঁই। এর ছাপ পড়েছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ে। গৌতম গম্ভীরের মতে, নেমেই প্রতিপক্ষ বোলারকে শাসন করা সেই ধোনি এখন আর নেই। চেন্নাই সুপার কিংস অধিনায়ককে তাই ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামার পরামর্শ দিলেন ভারতের সাবেক এই ওপেনার।
আইপিএলের গত আসরেও ধোনির সাত নম্বরে ব্যাটিংয়ে নামা নিয়ে সমালোচনা করেছিলেন গম্ভীর। এবারও এই উইকেটকিপার-ব্যাটসম্যান টুর্নামেন্ট শুরু করেছেন সাতে নেমে। গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন তিনি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে স্টার স্পোর্টসে আলাপচারিতায় গম্ভীর বলেন, ব্যাট হাতে ধোনির সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত।
“এমএস ধোনির ওপরে ব্যাটিং করা উচিত। এটাই গুরুত্বপূর্ণ, কারণ তার উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া।”
“আমরা এটা সবসময় বলে থাকি যে সামনে থেকে অধিনায়কের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু সাত নম্বরে ব্যাটিং করলে সেটা সম্ভব নয়।”
গত ম্যাচে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। কিন্তু দলটির বোলারদের ব্যর্থতায় এই রানও অনায়াসে তাড়া করে ফেলে দিল্লি।
গম্ভীর মানছেন, চেন্নাইয়ের বোলিং খুব শক্তিশালী নয়। তবে ধোনিকেও তার এখনকার বাস্তবতা বোঝার তাগিদ দিলেন তিনি।
“হ্যাঁ, তাদের বোলিং লাইন আপে সমস্যা আছে। সেই সঙ্গে এটাও বুঝতে হবে, সে এখন আর সেই ধোনি নেই যেমনটা চার-পাঁচ বছর আগে ছিল। তখন সে ব্যাটিংয়ে নেমেই বোলারের ওপর চড়াও হতো। আমার মতে, তার চার কিংবা পাঁচে ব্যাটিং করা উচিত। এর নিচে নয়।”
-
বৃষ্টির জন্য লাঞ্চের পর খেলা শুরু হতে দেরি
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে