ব্যাট দিয়ে চেয়ার ভাঙায় কোহলিকে তিরস্কার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2021 12:42 PM BdST Updated: 15 Apr 2021 12:42 PM BdST
-
দল জিতলেও নিজের আচরণের জন্য তিরস্কার শুনেছেন বিরাট কোহলি। ছবি : আইপিএল।
বাজে শটে আউট হওয়ার হতাশা চেয়ারের ওপর ঝেরে ম্যাচ রেফারির দুয়ারে ঘুরে আসতে হলো বিরাট কোহলিকে। জরিমানা অবশ্য এড়াতে পেরেছেন তিনি। তবে আচরণবিধি ভঙ্গ করার জন্য তিরস্কার করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর অধিনায়ককে।
আইপিএলে বুধবার চেন্নাইয়ে বেঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের ত্রয়োদশ ওভারের ঘটনা সেটি। জেসন হোল্ডারের খানিকটা খাটো লেংথের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন কোহলি। স্কয়ার লেগ থেকে লং লেগের দিকে দৌড়ে ক্যাচ নেন বিজয় শঙ্কর। ২৯ বলে ৩৩ রান করে আউট হন বেঙ্গালোর অধিনায়ক।
থিতু হয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অমন শটে আউট হওয়ায় হয়তো মেজাজ বিগড়ে যায় তার। মাঠ ছাড়ার সময় বাউন্ডারি সীমানায় ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। ড্রেসিং রুমে যাওয়ার পথে ডাগ আউটের পাশে থাকা চেয়ারেও সজোরে আঘাত করেন ব্যাট দিয়ে।
ম্যাচের পর ম্যাচ রেফারির কাছে ডাক পড়লে নিজের দায় স্বীকার করে নেন কোহলি।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অবশ্য দারুণ এক জয় পায় কোহলির দল। গ্লেন ম্যাক্সওয়েলের ৪১ বলে ৪৯ রানের ইনিংসে বেঙ্গালোর ২০ ওভারে করে ১৪৯ রান। হায়দরাবাদের রান তাড়ায় ১৩ ওভার শেষে রান ছিল ১ উইকেটে ৯৬। পরে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বেঙ্গালোর। ধস নামে হায়দরাবাদের ব্যাটিংয়ে। কোহলিরা ম্যাচ জিতে নেন ৬ রানে।
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়