ইমার্জিং দলের শেষ ওয়ানডে বাতিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব পড়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের সিরিজে। বাতিল করা হয়েছে দুই দলের শেষ ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 04:34 PM
Updated : 11 April 2021, 06:05 PM

বিসিবি রোববার বিবৃতিতে জানিয়েছে, দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকার দলটি। দুই দেশের বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশে দিনকে দিন বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে এরই মধ্যে এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার।

আগামী বুধবার থেকে সারা দেশে শুরু হবে কঠোর লকডাউন। এই সময়ে বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। তাই সফর শেষ করতে গেলে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বাংলাদেশে আটকা পড়ার শঙ্কা থাকে।

সফরকারীদের দেশে ফেরার জন্যই এই সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশের বোর্ড।

আগামী মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল। রোববার চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।