বাবরকে দেখে কোহলিকে শেখার পরামর্শ!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2021 10:03 PM BdST Updated: 11 Apr 2021 10:03 PM BdST
-
বাবর আজম ও বিরাট কোহলি
-
আকিব জাভেদ। ফাইল ছবি
বিরাট কোহলিকে দেখে বাবর আজমকে শেখার পরামর্শ দেন অনেকে। আকিব জাভেদ বললেন উল্টোটা। পাকিস্তানের সাবেক এই পেসারের মতে, টেকনিক্যালি বাবর এগিয়ে। তাই তাকে দেখে শেখার পরামর্শ দিলেন ভারত অধিনায়ক কোহলিকে।
ক্রিকেট পাকিস্তানকে রোববার দেওয়া সাক্ষাৎকারে বাবর ও কোহলিকে নিয়ে
নিজের অভিমত তুলে ধরেন আকিব। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলির কাছ থেকেও
একটি জায়গায় বাবরকে শেখার পরামর্শ দেন তিনি।
“বাবর আজমের তুলনায় বিরাট কোহলির হাতে আরও বেশি শট আছে। তবে তার
একটা দুর্বল দিকও আছে। অফ স্টাম্পের আশেপাশে বল যদি সুইং করে, যেমন ইংল্যান্ডের (জেমস) অ্যান্ডারসনের বলে সে ফাঁদে পড়ে যায়।”
“আপনি যখন বাবরের দিকে তাকাবেন, তার কোনো
দুর্বল দিক দেখতে পাবেন না। ঠিক যেমন, (শচিন) টেন্ডুলকারেরও
কোনো দুর্বল দিক ছিল না। বাবর টেকনিক্যালি অনেক বেশি সুরক্ষিত। বাবর যদি কোহলির
ফিটনেস রুটিন অনুসরণ করে, তাহলে সে আরও ভালো খেলোয়াড় হয়ে
উঠতে পারবে। আর বাবরের টেকনিক দেখে কোহলি নিজের উন্নতি করতে পারে যেন সে ফাঁদে না
পড়ে।”

আকিব জাভেদ। ফাইল ছবি
“গত দুই-তিন বছরে বাবর আজমই পাকিস্তানের ব্যাটিংয়ের অর্ধেক। আমি কখনোই ভাবিনি সে এত ধারাবাহিক হবে এবং এমনকি (ওয়ানডে র্যাঙ্কিংয়ে) বিরাট কোহলিকেও ছাড়িয়ে যাবে। পাকিস্তানের ভাগ্য খুবই ভালো যে দল যখন সংগ্রাম করছিল তখন সে এসেছে এবং একাই দলকে সঠিক পথে রেখেছে। এমনকি অধিনায়কত্ব তার ফর্মকে প্রভাবিত করেনি।”
এখন অবশ্য ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন বাবর, চূড়ায় কোহলি।
-
বৃষ্টির জন্য লাঞ্চের পর খেলা শুরু হতে দেরি
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে