স্থগিত হওয়া পিএসএল শুরু জুনে

করোনাভাইরাসের প্রকোপে মাঝপথে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর আবারও মাঠে ফিরতে যাচ্ছে। আগামী জুনে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 01:18 PM
Updated : 11 April 2021, 01:18 PM

পিসিবির গভর্নরস মিটিংয়ে শনিবার নেওয়া হয় এই সিদ্ধান্ত। পরদিন বিবৃতিতে পিসিবি জানায়, আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে পিএসএল।

আসরের বাকি ২০ ম্যাচই হবে করাচিতে। ২০ জুন হবে টুর্নামেন্টের ফাইনাল।

গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পিএসএলের এবারের আসর। টুর্নামেন্ট চলাকালে ছয় জন ক্রিকেটারসহ মোট সাত জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। ফলে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্টটি।

পিএসএলের এবারের আসরে সূচিতে থাকা ৩৪ ম্যাচের ১৪টি শেষ হয়েছে।

নতুন সূচিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জৈব-সুরক্ষা বলয়ে আগামী ২২ মে সব দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও সম্পৃক্ত অন্যদের প্রবেশ করতে হবে। এরপর সবাইকে থাকতে হবে বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টিনে।

আসর পুনরায় শুরুর আগে দলগুলোকে তিন দিন অনুশীলনের অনুমতি দেওয়া হবে।