হাসপাতাল থেকে ছাড়া পেলেন টেন্ডুলকার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 07:53 PM BdST Updated: 08 Apr 2021 07:53 PM BdST
-
শচিন টেন্ডুলকার। ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ছয় দিন পর ছাড়া পেয়েছেন শচিন টেন্ডুলকার। বাড়ি ফিরলেও আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি।
বাড়ি ফেরার পর বৃহস্পতিবার টুইটারে চিকিৎসকদের ধন্যবাদ জানান আগামী ২৪ এপ্রিল ৪৮ বছর পূর্ণ করতে যাওয়া টেন্ডুলকার।
“সবেমাত্র হাসপাতাল থেকে বাসায় এসেছি। বিশ্রাম নিতে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আইসোলেশনেই থাকব।”
“সব স্বাস্থ্যকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা আমার এত ভালো যত্ন নিয়েছেন এবং এরকম কঠিন পরিস্থিতিতে এক বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।”
গত ২৭ মার্চ কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন টেন্ডুলকার। এরপর ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তখন জানিয়েছিলেন সাবেক এই ব্যাটসম্যান।
গত মাসে ভারতের রায়পুরে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন টেন্ডুলকার। তার নেতৃত্বে সাবেকদের এই টুর্নামেন্টের শিরোপা জেতে ভারত। সেখান থেকে ফিরে মৃদু উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান তিনি। তাতে পজিটিভ ফল আসে।
কেবল টেন্ডুলকার নন, সাবেকদের ওই টুর্নামেন্টে খেলা ভারতের ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ ও ইরফান পাঠানও করোনাভাইরাসে আক্রান্ত হন।
-
বাংলাদেশের আলোকিত দিনের শেষ আলোর স্বল্পতায়
-
শান্ত-মুমিনুলকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
-
৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
-
অনেক প্রহর পেরিয়ে অবশেষে মুমিনুল
-
মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা
-
করোনাভাইরাস: হাসপাতালে ধোনির মা-বাবা
-
সেঞ্চুরি পেরিয়ে মুমিনুল, দেড়শ ছাড়িয়ে শান্ত
-
টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত