টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান তুলে ধরলেন টেস্টের গুরুত্ব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2021 12:02 PM BdST Updated: 07 Apr 2021 12:02 PM BdST
-
পাঞ্জাবের নেটে নিজের লেগ স্পিন খানিকটা ঝালিয়ে নিচ্ছেন দাভিদ মালান। ছবি : পাঞ্জাব কিংস।
দাভিদ মালানের স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটকে ঘিরে। সেই স্বপ্ন পূর্ণতা পায়নি পুরোটা। টি-টোয়েন্টিতে তিনি হয়ে উঠেছেন সেরা। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। তবে ছোট সংস্করণের সেরা হলেও আদি সংস্করণের গুরুত্ব তিনি ভুলে যাননি। আইপিএল শুরুর আগে সেই মৌলিকত্বের কথাই মনে করিয়ে দিলেন মালান।
ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট খেলেছেন মালান। ১ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন, কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি। ব্যাটিং গড় মোটে ২৭.৮৪। ২০১৮ সালের অগাস্টের পর থেকে থমকে আছে টেস্ট ক্যারিয়ার, সেখানে নতুন গতি পাওয়ার সম্ভাবনা সামান্যই।
এই সময়ে নাটকীয় উত্থান হয়েছে টি-টোয়েন্টি ব্যাটসম্যান মালানের। শুরু থেকেই অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে মাত্র ১৬ টি-টোয়েন্টি খেলেই তিনি উঠে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। সবার ওপরে আছেন এখনও, গড়েছেন এই সংস্করণে দ্রুততম হাজার রানের রেকর্ড।
এবার তিনি প্রথমবার খেলবেন আইপিএলে। নিলামে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। বিপিএল, পিএসএল, বিগ ব্যাশে খেললেও আইপিএল নাম লেখাতে কেন এত দেরি, টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেটি ব্যাখা করলেন মালান।
“ এই টুর্নামেন্টে দল পেতে হলে যথেষ্ট ভালো হতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না খেললে এখানে সুযোগ পাওয়া কঠিন। আমার স্বপ্ন সবসময়ই ছিল টেস্ট ক্রিকেটকে ঘিরে। আইপিএলে নাম দিলে তাই প্রতিবারই মৌসুমের প্রথম চার-পাঁচটি চারদিনের ম্যাচ (কাউন্টি ক্রিকেটে) মিস হতো। পাঁচ-ছয় বছর আগে নিলামে নাম তোলার মতো যথেষ্ট ভালো সম্ভবত আমি ছিলাম না।”
মালান টেস্ট ক্রিকেটে পেরে ওঠেননি সেরাটা মেলে ধরতে, বিশ্বজুড়ে তরুণ ক্রিকেটারদের অনেকে আবার শুরু থেকেই ঝুঁকছে টি-টোয়েন্টিতে। টেস্ট বনাম টি-টোয়েন্টির চলমান আলোচনায় নিজের অবস্থান তুলে ধরলেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি।
“ সময় বদলাচ্ছে বটে। পাশাপাশি এটাও বলতে হবে, টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা যারা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলরা সবাই লাল বলের ক্রিকেট খেলেছে এবং সবার মৌলিক ভিত মজবুত।”
“ তরুণদের উচিত সবকিছু ঠিকমতো না এগোলে তাদের ভিত ও মৌলিকত্বে মনোযোগ দেওয়া। টেস্ট ক্রিকেট এখনও খেলাটির মূল কাঠামো। মৌলিক জায়গা ঠিক না থাকলে ভরসা করার কিছু থাকে না।”
-
শান্ত-মুমিনুলকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
-
৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
-
অনেক প্রহর পেরিয়ে অবশেষে মুমিনুল
-
সেঞ্চুরি পেরিয়ে মুমিনুল, দেড়শ ছাড়িয়ে শান্ত
-
টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
-
দ্বিতীয় দিনে শান্ত-মুমিনুলের ধীরস্থির শুরু
-
সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার