মেয়েদের ক্রিকেটে ফেরার ম্যাচে উজ্জ্বল ফারজানা-সালমা

উদীয়মানদের দল ঠাসা জাতীয় দলের ক্রিকেটারদের দিয়ে। তারাই গড়ে দিলেন ব্যবধান। ব্যাট হাতে আলো ছড়ালেন ফারজানা হক। বোলিংয়ে উজ্জ্বল সালমা খাতুন। তাদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2021, 01:08 PM
Updated : 4 April 2021, 02:07 PM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৫৪ রানে জিতেছে স্বাগতিকরা। ১৯৫ রান তাড়ায় সফরকারীরা গুঁড়িয়ে গেছে ১৪১ রানে।

মহামারীকালে বাংলাদেশের মেয়েদের এটাই প্রথম ম্যাচ।

ফারজানার ৫ চারে ১০০ বলে খেলা অপরাজিত ৭২ রানের ইনিংসে দুইশর কাছাকাছি সংগ্রহ গড়ে বাংলাদেশ। প্রতিপক্ষকে দেড়শর আগে থামিয়ে দিতে বড় অবদান সালমার। এই অফ স্পিনার ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

বাংলাদেশ দলের ১০ জনেরই আছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। দেশের হয়ে খেলেননি কেবল ফারিহা ইসলাম তৃষ্ণা।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা। ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই জন।

দারুণ খেলতে থাকা দুই ওপেনারই থিতু হয়ে ফিরেন। শামিমা ৫ চারে ৩৪ রানে কাটা পড়েন রান আউটে,৩৬ রান করা মুর্শিদা হন বোল্ড।

মাঝে অধিনায়ক নিগার সুলতানাও ফিরে যান। ২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল ধরেন ফারজানা ও রুমানা আহমেদ। ৪১ রানের জুটি ভাঙে রুমানার বিদায়ে।

রিতু মনিকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন ফারজানা। তিন বলের মধ্যে রিতু ও সালমা খাতুনকে ফিরিয়ে দেন জেন উইনস্টার। পরের ওভারে এসে বিদায় করেন নাহিদা আক্তারকে। জাহানারা আলমও টিকতে পারেননি বেশিক্ষণ।

এক প্রান্ত আগলে রেখে ৭৯ বলে ফিফটি স্পর্শ করেন ফারহানা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি ৭২ রান করে।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েদের শুরুটাও খারাপ হয়নি। পাওয়ার প্লে তারা কোনো উইকেট না হারিয়ে কাটিয়ে দেয়। দুই ওপেনার অ্যান্ড্রি স্টেইন ও রবিন সিরলি গড়েন ৪১ রানে উদ্বোধনী জুটি।

১৩তম ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন জাহানারা। সিরলিকে ১৫ রানে ফিরিয়ে দেন এই পেসার। রুমানার বলে স্টাম্পড হন ক্রিস্টি থমসন।

এক প্রান্ত আগলে রেখে লড়াই করে যাওয়া স্টেইনকে বিদায় করেন সানজিদা আক্তার। ৪ চারে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেন স্টেইন।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারী দলটি। নিয়মিত উইকেট হারিয়ে গুটিয়ে যায় দেড়শ রানের আগেই।

আগামী মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৫০ ওভারে ১৯৫/৯ (মুর্শিদা ৩৬, শামিমা ৩৪, নিগার ২, ফারজানা ৭২*, রুমানা ১৩, রিতু ১১, সালমা ০, নাহিদা ০, জাহানারা ৪, সানজিদা ৯, ফারিহা ০*; ফিগুয়েইরেডো ৮-০-৩৩-১, মাথে ৭-০-৪৬-০, বোস ৮-১-২১-০, উইন্সটার ৯-০-৩২-৩, জোন্স ৬-১-২৩-১, অ্যান্ড্রুস ৭-০-২১-১, ফে ৫-১-১৮-১)।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৪৪.৫ ওভারে ১৪১ (স্টেইন ৪১, সিরলি ১৫, ক্রিস্টি ১৩, বোস ১৬, সিনালো ৮, ফে ৭, জোন্স ১০, মিশেলা ১, ফিগুয়েইরেডো ০, মাথে ১৭*, উইন্সটার ১; সালমা ১০-১-২৫-৩, তৃষ্ণা ৪-১-১৪-২, জাহানারা ৮-২-১৮-২, নাহিদা ৭-০-২৩-০, রুমানা ৪.৫-০-১৬-২, রিতু ৪-০-৯-০, সানজিদা ৭-১-২৭-২)।

ফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৫৪ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

ম্যান অব দা ম্যাচ: ফারজানা হক।