এবার জরিমানা গুণতে হচ্ছে দ. আফ্রিকাকে

মন্থর ওভার রেটের কারণে জরিমানা যেন ক্রিকেটে এখন নিয়মিত চিত্র। ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর এবার শাস্তি পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই কারণে জরিমানা করা হয়েছে দলটির ক্রিকেটারদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2021, 09:27 AM
Updated : 4 April 2021, 09:28 AM

সেঞ্চুরিয়নে গত শুক্রবার হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করে দক্ষিণ আফ্রিকা। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

সুপারস্পোর্ট পার্কে দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট মন্থর ওভার রেটের অভিযোগ আনলে মেনে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড-ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুইবার ওভার রেট ভালো না থাকায় জরিমানা গুনতে হয়েছে বিরাট কোহলিদের। ইংল্যান্ড শাস্তি পেয়েছে একবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকেও একবার জরিমানা দিতে হয়েছে।