মাহমুদউল্লাহর মনে প্রতিশোধের সুপ্ত বাসনা

নিউ জিল্যান্ড থেকে আরও একবার বাংলাদেশকে ফিরতে হচ্ছে খালি হাতে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও সঙ্গী হয়েছে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ। প্রতিপক্ষকে পাল্টা আঘাত করতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এখন সামনে তাকিয়ে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার কথা নিউ জিল্যান্ডের। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নিতে চান মধুর প্রতিশোধ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2021, 12:46 PM
Updated : 1 April 2021, 02:02 PM

অকল্যান্ডে বৃহস্পতিবার বৃষ্টির কারণে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১০ ওভারে। সেই ম্যাচও বাংলাদেশ হারে ৬৫ রানে। ১৪২ রানের লক্ষ্য তাড়ায় সফরকারীরা ব্যাট করতে পারেনি পুরো ১০ ওভার। বিবর্ণ এই পারফরম্যান্সেই যেন ফুটে উঠছে বাংলাদেশের পুরো সফরের হতাশার চিত্র।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের কিছু সময়কে বাদ দিলে, সফরের ছয় ম্যাচে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেননি বাংলাদেশ। নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর আশা তাই পূরণ হলো না এবারও। সেখানে তিন সংস্করণ মিলিয়ে টানা হার হলো ৩২টি!

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে সীমিত ওভারের সিরিজ খেলতে আসার কথা নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। দেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড এখন বেশ ভালো। এখানে নিউ জিল্যান্ডের বিপক্ষে তারা জিতেছে টানা সাতটি ওয়ানডে।

চোটের কারণে শেষ টি-টোয়েন্টিতে খেলতে না পারা মাহমুদউল্লাহ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, আগামীর ওই সিরিজে ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে চান তারা।

“টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আমাদের খেলার কথা আছে। আমি সেই সিরিজের দিকে তাকিয়ে আছি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষে বেশ কিছু বড় সিরিজ আছে। চাইব ঘরের মাঠে খেলার সুবিধা যেন কাজে লাগাতে পারি। দেশের মাটিতে খেলার সময় আমরা আত্মবিশ্বাসী থাকি।”