ভাবনায় উইন্ডিজ ও বাংলাদেশ সফর, আইপিএল খেলবেন না হেইজেলউড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2021 11:30 AM BdST Updated: 01 Apr 2021 11:30 AM BdST
-
চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে না জশ হেইজেলউডকে। ছবি : আইপিএল।
অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবারই আইপিএল খেলতে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল জশ হেইজেলউডের। তবে শেষ সময়ে জানা গেল, এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার। সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি, যেখানে আছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সফর, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ। আইপিএলের জৈব-সুরক্ষা বলয়ে না থেকে তাই পরিবারকে সময় দিতে চান হেইজেলউড।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার কথা ছিল হেইজেলউডের। গত আসরেও এই দলে ছিলেন তিনি। যদিও ম্যাচ খেলতে পেরেছিলেন কেবল তিনটি।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে গত জুলাই থেকে এখনও পর্যন্ত বেশির ভাগ সময়ই জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হেইজেলউড বললেন, আপাতত এই জীবন থেকে মুক্তি চান তিনি।
“দীর্ঘ ১০ মাস ধরে নানা সময়ে সুরক্ষা বলয়ে ও কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। আমি তাই ঠিক করেছি, এখন বিশ্রাম নেব। আগামী মাস দুয়েক অস্ট্রেলিয়াতেই কাটাব। সামনের শীত মৌসুম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজে লম্বা সফর আছে, সেটি শেষে সম্ভবত বাংলাদেশ সফরও আছে।”
“এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারতে), তারপর অ্যাশেজ। দারুণ গুরুত্বপূর্ণ বছর তাই সামনে। বরাবরের মতোই তাই অস্ট্রেলিয়ার হয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার সেরা সুযোগ নিজেকে দিতে চাই।”
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সেটি শেষ পর্যন্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও হতে পারে।
এবারের আইপিএল শুরু আগামী ৯ এপ্রিল থেকে।
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়