আইপিএলের জন্য পাকিস্তান সিরিজে ছাড় পাবেন ডি ককরা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2021 07:13 PM BdST Updated: 27 Mar 2021 07:13 PM BdST
-
কুইন্টন ডি কক। ছবি: বিসিসিআই।
আইপিএলে চুক্তিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটারদের পাকিস্তান সিরিজের মাঝপথে ছেড়ে দিবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডের পর ভারতের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদারা।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী শুক্রবার। এরপর দুই দল খেলবে চারটি টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শেষ হবে আগামী ১৬ এপ্রিল।
এর আগেই আগামী ৯ এপ্রিল শুরু হয়ে যাবে আইপিএলের এবারের আসর। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের শুক্রবারের প্রতিবেদনে জানায়, ৪ এপ্রিল দ্বিতীয় ওয়ানডের পর আইপিএলে খেলতে ক্রিকেটারদের ভারতে যাওয়ার অনুমতি দিবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এবারের আইপিএলে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়া ও রাবাদা খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, কিপার-ব্যাটসম্যান ডি কক আছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আরেক পেসার লুঙ্গি এনগিডি চেন্নাই সুপার কিংসে।
ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ক্রিকেটার যেন দলের প্রথম ম্যাচ খেলতে পারেন সেজন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ভাড়া করা বিমানে তাদের আনার চেষ্টা চালাচ্ছে। বিসিসিআইয়ের গাইডলাইন অনুসারে, চার্টার্ড ফ্লাইটে আসলে ক্রিকেটারদের জৈব-সুরক্ষা বলয়ে থাকা দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলক সাত দিনের আইসোলেশনে থাকতে হবে না। তবে, কমার্শিয়াল ফ্লাইটে ভ্রমণ করাদের এই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।
ভারতে হতে যাওয়া ৫২ দিন ও ৬০ ম্যাচের এবারের আইপিএলে নেই কোনো ‘হোম’ ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে চেন্নাইয়ে শুরু হবে আসর।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক