আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

মহামারীকালে নিজেদের প্রথম সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একটি যুব টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামী মাসে সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2021, 10:01 AM
Updated : 27 March 2021, 10:01 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১২ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তানের দলটি। এর আগে জৈব সুরক্ষা বলয়ে থেকে লাহোরে তারা করবে ১০ দিনের অনুশীলন ক্যাম্প। ঢাকায় আসার চার দিন আগে তারা নেবে কোভিড-১৯ টিকা।

সিলেটে তিন দিনের অনুশীলন শেষে আগামী ১৯ এপ্রিল তারা মাঠে নামবে। ওই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র যুব টেস্ট। প্রথম তিন ওয়ানডেও হবে এই মাঠে। বাকি দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই আসরে পাকিস্তান দলে খেলা ছয় ক্রিকেটার আছেন এবারের সফরের ২০ সদস্যের দলে।

সফরসূচি

তারিখ

ম্যাচ

ভেন্যু

১৯-২২ এপ্রিল

চার দিনের ম্যাচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৬ এপ্রিল

১ম ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৮ এপ্রিল

২য় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৩০ এপ্রিল

৩য় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

০৩ মে

৪র্থ ওয়ানডে

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

০৫ মে

৫ম ওয়ানডে

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা