শেষ দুই ওয়ানডেতে অধিনায়ককে পাচ্ছে না ইংল্যান্ড

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে বড় একটি ধাক্কা খেল ইংল্যান্ড। বাকি দুই ম্যাচ থেকে হাতের চোটে ছিটকে পড়েছেন দলটির নিয়মিত অধিনায়ক ওয়েন মর্গ্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2021, 04:30 PM
Updated : 25 March 2021, 04:31 PM

তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন জস বাটলার। লিয়াম লিভিংস্টোনের ওয়ানডে অভিষেকের বড় একটি সুযোগ হতে পারে মর্গ্যানের ছিটকে পড়া।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার বিবৃতি দিয়ে মর্গ্যানকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

পুনেতে হওয়া প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বলের আঘাতে ফেটে যায় মর্গ্যানের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝের অংশ। সেলাই করে পরে ব্যাটিং অবশ্য করেন তিনি। কিন্তু বাকি দুই ম্যাচ খেলার জন্য নিজেকে ফিট মনে করছেন না ইংলিশ অধিনায়ক।

একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান স্যাম বিলিংস। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনিও ব্যাটিং করেছিলেন। তাকেও দ্বিতীয় ওয়ানডের বিবেচনায় রাখা হয়নি। তবে শেষ ম্যাচে এই কিপার-ব্যাটসম্যানকে পাওয়ার আশা করছে ইসিবি।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকা দাভিদ মালানকে মূল দলে যোগ করা হয়েছে। একাদশের জন্যও বিবেচনা করা হবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

তিন ম্যাচের সিরিজে পিছিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রোববার।