মার্শালের সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর লিড

ব্যাট হাতে জাতীয় লিগে ছন্দ ধরে রেখেছেন মার্শাল আইয়ুব। টানা তৃতীয় সেঞ্চুরিতে দলকে টানলেন ঢাকা মেট্রো অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দিলেন জাহিদুজ্জামান খান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2021, 01:40 PM
Updated : 23 March 2021, 02:55 PM

প্রথম রাউন্ডে মঙ্গলবার ৭ উইকেটে ৩২৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে তারা এগিয়ে ৮৩ রানে। প্রথম দিন ২৪১ রানে অল আউট হয়েছিল বরিশাল।

শহিদুল ইসলাম ও আবু হায়দারের অবিচ্ছিন্ন ৬০ রানের অষ্টম উইকেট জুটিতে বাড়ছে ঢাকা মেট্রোর লিড। শহিদুল ৪২ ও আবু হায়দার ২১ রানে ব্যাট করছেন।

জাতীয় লিগের গত আসরে নিজের সবশেষ দুই ম্যাচে ১৬৩ ও ১০৯ রান করা মার্শালের ব্যাট থেকে এবার এলো ১১২ রানের ইনিংস। জাহিদুজ্জামান আউট হন ৬০ রান করে।

৯ বোলার ব্যবহার করে পুরো দিনে বরিশালের শিকার ৬ উইকেট।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ১ উইকেটে ২৯ রানে দিন শুরু করে মেট্রো। দিনের দ্বাদশ ওভারে সোহাগ গাজীর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন শামসুর রহমান (২৩)।

এরপর ক্রিজে আসেন মার্শাল। জাহিদুজ্জামানের সঙ্গে ৯৩ রানের জুটির পথে ৬৩ বলে ফিফটি স্পর্শ করেন অধিনায়ক। এর আগে ১০৬ বলে ফিফটি স্পর্শ করার পর বেশিদূর এগুতে পারেনি জাহিদুজ্জামান। ১২৩ বলে ৮টি চারে ৬০ রান করে হন রান আউট।

লাঞ্চের পরপরই আল-আমিনকে (৮) ফেরান কামরুল ইসলাম রাব্বি। এরপর জাবিদ হোসেনকে নিয়ে ৮৩ রানের জুটি গড়ার পথে মার্শাল প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম সেঞ্চুরি পূর্ণ করেন ১৪৯ বলে।

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি।গত বছরের ফেব্রুয়ারিতে বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে করেছিলেন ১১৬।

চা বিরতির খানিক পর তাকে ফেরান স্পিনার তানভির ইসলাম। মার্শালের ১৬৫ বলে ১১২ রানের ইনিংসে চার ১৩টি।

পরের ওভারে আরেক স্পিনার মনির হোসেন রানের খাতা খুলতে দেননি  আমিনুল ইসলামকে। দিনের শেষ সেশনে বরিশালের শেষ শিকার জাবিদ। ১১৬ বলে ৬ চারে ৪১ রান করা এই কিপার-ব্যাটসম্যানকে ফেরান কামরুল।

দিনের বাকি ১৩ ওভার নিরাপদে কাটিয়ে দেন শহিদুল ও আবু হায়দার।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৭৬ ওভারে ২৪১

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১০২ ওভারে ৩২৪/৭ (আগের দিন ১২ ওভারে ২৯/১) (আনিসুল ১০, জাহিদ ৬০, শামসুর ২৩, মার্শাল ১১২, আল-আমিন ৮, জাবিদ ৪১, আমিনুল ০, শহিদুল ৪২*, আবু হায়দার ২১*; কামরুল ১৮-৩-৪৪-২, সোহাগ ১৭-০-৫৯-১, মনির ২১-৩-৬৩-২, তানভির ২২-৩-৬৩-১, সালমান ৭-১-১৬-০, সৈকত ৫-১-৩০-০, আশরাফুল ৫-১-১৬-০, মইনুল ৩-১-১২-০, নুরুজ্জামান ৪-০-১৪-০)