ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ উদ্দিন

ক্রাইস্টচার্চের রোদ ঝলমলে দুপুরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার টস জিতে বোলিং নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2021, 00:55 AM
Updated : 23 March 2021, 08:32 AM

প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আছে একটি। টসের সময় অধিনায়ক তামিম ইকবাল যেটিকে বললেন, ‘বাধ্য হয়েই পরিবর্তন।’ তরুণ পেসার হাসান মাহমুদের চোটে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

নিউ জিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন নেই। চোট পাওয়া রস টেইলর এই ম্যাচেও নেই, আগেই জানিয়েছিল তারা। এই ম্যাচেও বিশ্রামে থাকছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।

প্রথম ওয়ানডেতে ডানেডিনে সকালে ব্যাটিংয়ের চ্যালেঞ্জে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ। এবার চ্যালেঞ্জ তুলনামূলক একটু সহজ হওয়ার কথা। হ্যাগলি ওভালের প্রথম দিন-রাতের ম্যাচ এটি। খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় দুপুর ২টায়, উইকেটে আর্দ্রতা তাই খুব একটা থাকার কথা নয়। ঘাসের ছোঁয়া খুব একটা নেই উইকেটে, ব্যাটিং সহায়কই হওয়ার কথা।

টস হারার পর বাংলাদেশ অধিনায়ক তামিমের কণ্ঠেও ভালো ব্যটিংয়ের আশাবাদ।

“উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। আশা করি শুরুটা আমরা ভালো করতে পারব এবং পরে তা কাজে লাগাব।”

নিউ জিল্যান্ড অধিনায়ক ল্যাথামের চাওয়া আগের ম্যাচের মতোই বাংলাদেশকে দ্রুত গুটিয়ে দেওয়া।

প্রথম ম্যাচে বাংলাদেশকে অনায়াসেই হারিয়ে সিরিজে এগিয়ে নিউ জিল্যান্ড।

এই ম্যাচে বিশেষ একটি মাইলফলক স্পর্শ করলেন ম্যাচ রেফারি ও নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেফ ক্রো। তৃতীয় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন তিনি ৩০০ ওয়ানডেতে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।