স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিটকে গেছেন ইংল্যান্ডের প্রথম পছন্দের স্পিনার।
আবু ধাবিতে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই অর্জনে নাম লেখান আফগানিস্তান অধিনায়ক আসগর। ৪৫ রানের জয়ে তার দল সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই।
এই সংস্করণে আফগানদের ৫১ ম্যাচে নেতৃত্ব দিয়ে আসগরের জয় হলো ৪১টি। ভারতকে ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে সমান ৪১টি জয়ের স্বাদ পেয়েছিলেন ধোনি।
সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই রেকর্ডটা নিজের করে নেবেন ৩৩ বছর বয়সী আসগর।
অধিনায়ক হিসেবে ৫৮ ম্যাচে ৩৩ জয় নিয়ে ধোনি-আসগরের পরে আছেন ইংল্যান্ডের ওয়েন মর্গ্যান। পাকিস্তানকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯টি জিতেছিলেন সরফরাজ আহমেদ।
৪৭ ম্যাচে ২৭ জয় নিয়ে তার পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।