প্রথম বলেই সূর্যকুমারের ছক্কা, হতবাক কোহলিরা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2021 02:11 PM BdST Updated: 19 Mar 2021 08:39 PM BdST
-
প্রথম বল এভাবেই ক্যারিবিয়ান পুলে ছক্কায় ওড়ালেন সূর্যকুমার যাদব। ছবি: বিসিসিআই।
-
টি-টোয়েন্টিতে ছক্কা মেরে ক্যারিয়ার শুরু করেছেন এই কজন। ছবি: ইএসপিএনক্রিকইনফো।
রোহিত শর্মা আউট হয়ে মাঠ ছাড়ছিলেন ধীরপায়ে। সূর্যকুমার যাদবের যেন মাঠে নামতে তর সইছিল না। উইকেটে গেলেন প্রায় ছুটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট করতে নামলে একটু নার্ভাস থাকা অস্বাভাবিক নয়। কিন্তু কিসের কী! জফ্রা আর্চারের লেংথ থেকে লাফিয়ে ওঠা ডেলিভারিতে শাফল করে পুল শটে গ্যালারিতে পাঠালেন সূর্যকুমার।
ছক্কায় শুরু আন্তর্জাতিক ক্যারিয়ার। ডাগআউটে সতীর্থরা তখন তাকিয়ে বিস্ময়ভরা মুগ্ধতায়! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সূর্যকুমার এভাবেই চমকে দেন সবাইকে।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানান, সূর্যকুমারের সাহস তাদেরকে কতটা বিস্ময় উপহায় দিয়েছে।
“ তিন নম্বরে ব্যাট করতে নেমে এরকম শুরু করা সহজ কথা নয়। এর শট দেখে আমরা হতবাক হয়ে যাই। শুরুতেই নিজের কতৃত্বের ছাপ লাগিয়ে দিয়েছে সে।”
সূর্যকুমারের আগে ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেছেন আর কেবল ৭ জন। সবার আগে করেছিলেন পাকিস্তানের সোহেল তানভির, ২০০৭ বিশ্বকাপে। সেটি ছিল তার ষষ্ঠ ম্যাচ।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা মেরেছেন এরপর ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর, জেভিয়ার মার্শাল, কাইরন পোলার্ড, টিনো বেস্ট, দক্ষিণ আফ্রিকার ম্যাঙ্গালিসো মোশেল ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার।
সূর্যকুমারের মতো অ্যাডায়ার ও পোলার্ডের ছিল সেটি দ্বিতীয় ম্যাচ। টেইলরের তৃতীয় ম্যাচ, বেস্টের চতুর্থ। মার্শাল ও মোশেল মেরেছিলেন অভিষেক ম্যাচেই। মার্শালেরটি ছিল আবার ইনিংসেরই প্রথম বল, ব্রেট লিকে ছক্কায় উড়িয়ে দেন পুল শটে।

টি-টোয়েন্টিতে ছক্কা মেরে ক্যারিয়ার শুরু করেছেন এই কজন। ছবি: ইএসপিএনক্রিকইনফো।
ম্যাচের পর সূর্যকুমার বললেন, আর্চারের ডেলিভারি তিনি আগেই অনুমান করতে পেরেছিলেন।
“আমার পরিকল্পনা পরিষ্কার ছিল। আইপিএলে তাকে (আর্চার) আমি গত ২-৩ মৌসুম ধরে দেখছি, আন্তর্জাতিক ক্রিকেটেও দেখেছি। নতুন ব্যাটসম্যানের জন্য তার পরিকল্পনা কেমন থাকে, খেয়াল করেছি। আমিও সেভাবেই পরিকল্পনা করে নেমেছি। জানতাম সে শর্ট বল করবে। আমি এই শট খেলার প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। ভালো লাগছে যেভাবে সবকিছু হয়েছে।”
“এই শট আমি অনেক আগে থেকেই খেলে আসছি। ঘরোয়া ক্রিকেট, স্থানীয় ক্রিকেট, রাবার বল, টেনিস বল, সব জায়গায়ই খেলেছি। সিমেন্টের উইকেটে খেলতে খেলতে সেখান থেকেই এই শট এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে এসেছে।”
অনেক দিন ধরেই ভারতীয় দলের দুয়ারে কড়া নাড়ছিলেন সূর্যকুমার। আইপিএলে তিনি নিয়মিত পারফরমার। ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আসরেও ভালো করছিলেন। একটা সময় তিনি শিরোনাম হয়েছিলেন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায়। ব্যাট হাতেও ছিলেন অধারাবাহিক। কিন্তু সেসব দিন পেছনে ফেলেছেন অনেক আগেই। তবু জাতীয় দলে সুযোগ মিলছিল না। অনেক অপেক্ষার পর অবশেষে সেই সুযোগ এলো ৩০ বছর বয়সে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ইষান কিষানের সঙ্গে অভিষেক হয় তার। সেদিন কিষান ঝড়ো ফিফটিতে আলোড়ন তোলেন, সূর্যকুমার ব্যাট করার সুযোগই পাননি। পরের ম্যাচে চলে যান একাদশের বাইরে। অবশেষে বৃহস্পতিবার প্রথমবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েই করলেন বাজিমাত।
সূর্যকুমারের কাছে এটি স্বপ্ন পূরণ হওয়ার মতো মুহূর্ত।
“ খুব ভালো লাগছে যে ম্যাচ জিতেছি। আমার সবসময়ই স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলব ও দেশকে ম্যাচ জেতাব। ব্যাটিংয়ে নেমে কোনো কিছু জটিল করতে চাইনি। নিজের সহজাত খেলা মেলে ধরেছি।”
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়