নিউ জিল্যান্ডকে হারানোর বড় সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2021 12:33 PM BdST Updated: 18 Mar 2021 12:35 PM BdST
-
নিউ জিল্যান্ডে নতুন কিছুর হাতছানিতে রোমাঞ্চিত বাংলাদেশ দল।
-
কুইন্সটাউনের প্রস্তুতি ক্যাম্প দারুণ ছিল, বললেন কোচ রাসেল ডমিঙ্গো।
অধরাকে ধরার হাতছানি। নতুন কিছুর অনির্বচনীয় স্বাদ। আপাতত এসবই বাংলাদেশ দলের তাড়না আর জ্বালানি। বাংলাদেশের কোনো দল আগে যা পারেনি, এবার তেমন কিছুর আশায় সবাই রোমাঞ্চিত বলে জানালেন রাসেল ডমিঙ্গো। ব্যর্থতার ধারা এবার প্রাপ্তির আনন্দে বদলে যাবে, বিশ্বাস বাংলাদেশ কোচের।
নিউ জিল্যান্ডে কিউইদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সেখানে একমাত্র জয়টি ২০১৫ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে।
এবার সফর শুরুর আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলে গেছেন, নতুন কিছু করতে চান তারা। সফরে যাওয়ার পর একই কথা বলেছেন দলের অন্যরাও। ডানেডিনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেই কথার প্রতিধ্বনি শোনা গেল কোচ ডমিঙ্গোর কণ্ঠে।
“বাংলাদেশের কোনো দল আগে যা করতে পারেনি, আমাদের জন্য তা করার দারুণ সুযোগ এবার। আমরা সবাই এটি নিয়ে রোমাঞ্চিত। বাংলাদেশ দলের সঙ্গে নিউ জিল্যান্ডে আমার এটি প্রথম সফর। দক্ষিণ আফ্রিকার হয়ে আগে এখানে এসেছি, জানি এখানে কাজটা কতটা কঠিন। তবে তরুণ ক্রিকেটারদের জন্য এটি বড় সুযোগ।”

কুইন্সটাউনের প্রস্তুতি ক্যাম্প দারুণ ছিল, বললেন কোচ রাসেল ডমিঙ্গো।
তিন সংস্করণের মধ্যে ওয়ানডে ক্রিকেটই সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ। জয়ের সম্ভাবনা তাই এখানে বেশি দেখছেন কোচ।
“ এই মুহূর্তে, ৫০ ওভারের ক্রিকেটেই আমরা সবচেয়ে শক্তিশালি। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের দিকে যদি তাকান, ক্রিকেটারদের গড়ের দিকে খেয়াল করলে, ওয়ানডেতে বেশ ভালো পরিসংখ্যান আমাদের। এটিই আমার সবচেয়ে বেশি শক্তির জায়গা।”
লক্ষ্য পূরণে দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে মনে করছেন ডমিঙ্গো।
“প্রাথমিক সূচিতে ছিল, ক্রাইস্টচার্চে লকডাউন (কোয়ারেন্টিন) শেষ হওয়ার তিন দিন পরই প্রথম ওয়ানডে। পরে সূচিতে বদল আনা হয়েছে। ক্রাইস্টচার্চে ব্যক্তিগত অনুশীলন শেষে কুইন্সটাউনে দারুণ একটি সপ্তাহ কাটিয়েছি আমরা। প্রস্তুতি নিখুঁত হয়েছে। ছেলেরা ছিল দারুণ। লকডাউন কঠিন ছিল, কিন্তু কোনো অভিযোগ নেই। গত তিন সপ্তাহে ছেলেরা যেভাবে সাড়া দিয়েছে, ওদের নিয়ে আমি গর্বিত।”
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের