ডানেডিনে প্রচুর রান দেখছেন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2021 11:47 AM BdST Updated: 18 Mar 2021 11:47 AM BdST
উইকেট ব্যাটিং সহায়ক, মাঠের বাউন্ডারি ছোট। সাম্প্রতিক সময়ে এই মাঠ দেখেছে রানের জোয়ার। ডানেডিনে নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতেও তাই রানের মেলা বসবে বলে ধারণা করছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিল এই দুই দলই। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সেই ম্যাচে নিউ জিল্যান্ড ৫০ ওভারে করেছিল ৩৩০ রান, সাব্বির রহমানের সেঞ্চুরিতে বাংলাদেশ যেতে পেরেছিল ২৪২ পর্যন্ত।
এই মাঠে তার আগের ম্যাচে বয়ে গিয়েছিল রানের বন্যা। জনি বেয়ারস্টো ও জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড তুলেছিল ৩৩৫। সেই রান পাহাড় টপকে নিউ জিল্যান্ড ৫ উইকেটে জিতে গিয়েছিল রস টেইলরের ১৪৭ বলে ১৮১ রানের ইনিংসে।
এখানে রান প্রবাহের সাম্প্রতিক নজিরও আছে। সপ্তাহ তিনেক আগেই এখানে টি-টোয়েন্টিতে ম্যাচে নিউ জিল্যান্ড ২০ ওভারে করে ২১৯ রান, অস্ট্রেলিয়ায় রান তাড়ায় খুব কাছে গিয়েও হেরে যায় কেবল ৪ রানে।
এসব ম্যাচ থেকেই শুধু নয়, ডমিঙ্গো অনুসরণ করেছেন নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এই মাঠের ম্যাচগুলিও। সব মিলিয়েই অনেক রানের ম্যাচ আশা ডমিঙ্গো।
কুইন্সটাউনে ক্যাম্প শেষে বুধবার ডানেডিন পৌঁছার পর বৃহস্পতিবার প্রথম অনুশীলন করে বাংলাদেশ দল। এ দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানান তার ধারণা।
“ প্রচুর রান হবে। নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বেশ অনুসরণ করছিলাম আমি। এই মাঠের গড় রান সম্ভবত ৩০৭। কয়েকটি দিকের বাউন্ডারি বেশ ছোট, ৬৫ মিটারের মতো। আমরা আশা করছি, বেশ রান হবে এখানে।”
“ অবশ্য সকাল ১১টায় ম্যাচ শুরু, কিছুটা বলা কঠিন। আজকে সকাল ১০টায় আমরা যখন এখানে এলাম, বেশ আর্দ্রতা ছিল উইকেটে। প্রথম ঘণ্টায় কেমন হয়, সেটি দেখা তাই হবে কৌতূহল জাগানিয়া।”
নিউ জিল্যান্ডে ১৪ ওয়ানডে খেলে কেবল একবারই ৩০০ ছুঁতে পেরেছে বাংলাদেশ, ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে ১৩ ওয়ানডে খেলে সর্বোচ্চ রান ২৮৮, ওই বিশ্বকাপেই।
-
বৃষ্টির জন্য লাঞ্চের পর খেলা শুরু হতে দেরি
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে