পেস বোলিংয়ে কিউইদের চমকে দিতে চান বাংলাদেশ কোচ
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2021 10:27 AM BdST Updated: 18 Mar 2021 10:30 AM BdST
-
বাংলাদেশের পেস আক্রমণে অভিজ্ঞ রুবেল হোসেন, তাসকিন আহমেদের সঙ্গে আছেন তরুণ হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
-
পেস আক্রমণে কোচ রাসেল ডমিঙ্গো তাকিয়ে থাকবেন সাইফ উদ্দিনের দিকেও।
পেস বোলারদের দেশ নিউ জিল্যান্ড। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে কিউই পেস আক্রমণ। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, কাইল জেমিসনের সঙ্গে জিমি নিশাম, ড্যারিল মিচেলদের মতো পেস বোলিং অলরাউন্ডারদের নিয়ে দারুণ পেস আক্রমণ। তবে এবার বাংলাদেশও দিতে চায় পাল্টা জবাব। দলের তরুণ পেসারদের দিয়ে নিউ জিল্যান্ডকে অপ্রস্তুত করে তুলতে চান বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
৭ জন পেসার নিয়ে এবার নিউ জিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। সেখানে নবীন পেসার বলতে আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দুজনই বেশ গতিময়, দুজনের সামনেই অপার সম্ভাবনা।
মোহাম্মদ সাইফ উদ্দিনও তরুণ, তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিন বছর কাটিয়ে ফেলেছেন তিনি। সবশেষ নিউ জিল্যান্ড সফরেও ছিলেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
পেস আক্রমণে আরও আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। আপাতদৃষ্টিতে তাই একাদশে হাসান মাহমুদ, শরিফুলদের জায়গা পাওয়া কঠিন। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডানেডিনে সংবাদ সম্মেলনে নিজের শক্তির জায়গা বলতে গিয়ে ডমিঙ্গো আলোয় আনলেন আড়ালের পেসারদের।
“ আমাদের বেশ কজন তরুণ ফাস্ট বোলার উঠে আসছে, নিউ জিল্যান্ড হয়তো ওদের আগে সেভাবে দেখেনি। আমার ধারণা, তারা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না। কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে ফাস্ট বোলাররা এখন উঠে আসছে, তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত।”

পেস আক্রমণে কোচ রাসেল ডমিঙ্গো তাকিয়ে থাকবেন সাইফ উদ্দিনের দিকেও।
নিউ জিল্যান্ডে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শনিবার।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া