সেরা দশে পান্ত, দুইয়ে অশ্বিন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2021 09:13 PM BdST Updated: 10 Mar 2021 09:13 PM BdST
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার পেলেন রিশাভ পান্ত। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ঢুকলেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের সেরা দশে। বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।
আহমেদাবাদে গত শনিবার শেষ হওয়া চতুর্থ টেস্ট ইনিংস ব্যবধানে জিতে ৩-১-এ সিরিজ নিজেদের করে নেয় ভারত। একমাত্র ইনিংসে ১১৮ বলে ১০১ রান করেন পান্ত। বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন এই কিপার ব্যাটসম্যান, যেখানে তার সঙ্গী রোহিত শর্মা ও নিউ জিল্যান্ডের হেনরি নিকোলস। তিন জনেরই রেটিং পয়েন্ট ৭৪৭। ভারতের কোনো বিশেষজ্ঞ টেস্ট কিপারের সর্বোচ্চ রেটিং এটিই। রোহিত এগিয়েছেন এক ধাপ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। পাঁচে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলির রেটিং পয়েন্ট কমে হয়েছে ৮১৪, যা ২০১৭ সালের নভেম্বরের পর তার সর্বনিম্ন। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার ৭০০ এর নিচে নেমেছে চেতেশ্বর পুজারার রেটিং।
৩২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা অশ্বিন বোলারদের র্যাঙ্কিংয়ে নিল ওয়্যাগনারকে টপকে দুই নম্বরে উঠেছেন। নিউ জিল্যান্ডের পেসার নেমে গেছেন তিনে। দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। আগের মতো শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
আকসার প্যাটেল আট ধাপ এগিয়ে ৩০তম স্থানে আছেন। শেষ টেস্টে ৯ উইকেট নেওয়া ভারতের বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৫৫২। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টের পর তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করতে পেরেছেন কেবল দুজন বোলার- ভারতের সাবেক লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি (৫৬৪ ) ও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার চার্লি টার্নার (৫৫৩)।
অশ্বিনের উন্নতি হয়েছে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও। এক ধাপ এগিয়ে চারে আছেন তিনি। পাঁচে নেমে গেছেন সাকিব আল হাসান। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। শীর্ষে আছেন যথারীতি ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট