১২৩ বলে ১৮৫, ধোনি-কোহলির রেকর্ড ভাঙলেন পৃথ্বী

বিজয় হাজারে ট্রফিতে আবারও ঝড় তুললেন পৃথ্বী শ। ২১ বছর বয়সী ব্যাটসম্যান করলেন আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি। ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2021, 02:01 PM
Updated : 9 March 2021, 02:01 PM

প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে রান তাড়ায় ১২৩ বলে অপরাজিত ১৮৫ রান করেন পৃথ্বী। লিস্ট ‘এ’ ক্রিকেটে রান তাড়ায় ভারতের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই। ২১ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রান তাড়ায় ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রান করেছিলেন ধোনি। ২০১২ সালে ঢাকায় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংসে ধোনির রেকর্ড ছুঁয়েছিলেন কোহলি। দুজনকেই এবার পেছনে ফেললেন পৃথ্বী।

দিল্লির পালামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সৌরাষ্ট্র ৫ উইকেটে তোলে ২৮৪ রান। পৃথ্বীর রেকর্ড ইনিংসে কেবল ১ উইকেট হারিয়ে ৪৯ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মুম্বাই। পৃথ্বীর সঙ্গে ২৩৮ রানের উদ্বোধনী জুটির পথে ৭৫ রান করেন যাশাসবি জয়সওয়াল।

আসরে পৃথ্বীর এটি তৃতীয় সেঞ্চুরি। গ্রুপ পর্বে নিজের প্রথম ম্যাচে দিল্লির বিপক্ষে করেছিলেন অপরাজিত ১০৫ রান। এরপর মুম্বাইকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে পন্ডিচেরির বিপক্ষে খেলেন ১৫২ বলে ২২৭ রানের অপরাজিত ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা ভারতের কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ ইনিংস, আর যে কোনো দলের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ।