টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2021 10:26 PM BdST Updated: 08 Mar 2021 10:36 PM BdST
-
নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফাইল ছবি
-
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি
বদলে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু। ম্যাচটি সাউথ্যাম্পটনের রোজ বৌলে হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচটি শুরু হবে আগামী ১৮ জুন। প্রাথমিকভাবে যা হওয়ার কথা ছিল লর্ডসে।
গত শনিবার দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় ভারত। নিউ জিল্যান্ড ফাইনাল নিশ্চিত করেছিল আগেই।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সোমবার সৌরভ জানান, ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে আগেই। ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানান সাবেক ভারত অধিনায়ক।
“সাউথ্যাম্পটনে ভারত ও নিউ জিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে উন্মুখ হয়ে আছি আমি। হ্যাঁ, এটা সাউথ্যাম্পটনে হবে। অনেক দিন আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। কোভিডের কারণে আর সেখানে হোটেল একেবারেই কাছে। কোভিডের পর ইংল্যান্ড যখন খেলা শুরু করল, তাদের অনেক ম্যাচ সাউথ্যাম্পটনে ছিল।”

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি
কোভিড বিরতির পর গত বছর সাউথ্যাম্পটন ও ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড।
-
প্রস্তুতির ব্যাটিংয়ে আশার ছবি দেখছেন শান্ত
-
ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
-
আইপিএল জিতলে কী করবেন, জানেন না ডি ভিলিয়ার্স
-
পার্কিনসনের কবজির মোচড়ে যেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’
-
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!
-
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
-
বিশ্বকাপ ভাবনায় মালিককে চান আফ্রিদি
-
হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার