৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2021 04:40 PM BdST Updated: 07 Mar 2021 04:40 PM BdST
কোভিড-১৯ এর প্রকোপের কারণে গত আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার পর আইপিএল আবার ফিরছে ভারতে। তবে এবার নেই কোনো ‘হোম’ ম্যাচ। মহামারীকালের বিশেষ টুর্নামেন্ট হিসেবে ঘরের মাঠে খেলার সুযোগ নেই কোনো ফ্র্যাঞ্চাইজির। সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে।
বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে বিবেচিত টুর্নামেন্টের এবার ১৪তম আসর। টুর্নামেন্টের ব্যপ্তি ৫২ দিন। খেলা শুরু আগামী ৯ এপ্রিল, ফাইনাল ৩০ মে। তাতে আইপিএল শেষেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুই সপ্তাহের বেশি সময় পাবে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ড রোববার ঘোষণা করে এবারের আইপিএলের সূচি। ৮ দলের টুর্নামেন্টে এবার মোট ম্যাচ ৬০টি।
বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে চেন্নাইয়ে শুরু হবে আসর। এই টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্যই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবদের প্রথম ম্যাচ চেন্নাইয়ে ১১ এপ্রিল, সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে। মুস্তাফিজ যদিও জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেলে আইপিএলের আগে জাতীয় দলকেই প্রাধান্য দেবেন তিনি।
এবার খেলা হবে ৬টি শহরে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, দিল্লি ও কলকাতা। প্লে অফের তিন ম্যাচ ও ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু হবে যদিও দর্শকশূন্য মাঠে। পরের দিকে দর্শক প্রবেশের অনুমতির কথা ভাবা হবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড।
৬ ভেন্যুতে খেলা হলেও প্রতি দলকে খেলতে হবে ৪টি মাঠে। লিগ পর্বে কোনো দলকেই তিন বারের বেশি ভ্রমণ করতে হবে না। কোভিডের সময় ঝুঁকি কমাতেই এবার এতটা কম ভেন্যুতে ম্যাচ রাখা হয়েছে। এজন্যই ঘরের মাঠের সুবিধা এবার রাখা হয়নি।
আইপিএল শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটি শুরু ১৮ জুন।
-
প্রস্তুতির ব্যাটিংয়ে আশার ছবি দেখছেন শান্ত
-
ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
-
আইপিএল জিতলে কী করবেন, জানেন না ডি ভিলিয়ার্স
-
পার্কিনসনের কবজির মোচড়ে যেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’
-
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!
-
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
-
বিশ্বকাপ ভাবনায় মালিককে চান আফ্রিদি
-
হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?