ওয়ার্ন-ইমরানদের ছুঁয়ে ক্যালিসের কাছে অশ্বিন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2021 12:13 PM BdST Updated: 07 Mar 2021 12:13 PM BdST
সিরিজ সেরা হয়ে সাড়ে ১০ বছর আগে শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের আঙিনায় পথচলা। এরপর বহু পথ পেরিয়ে, অনেক সাফল্যে রাঙিয়ে, ৪০০ উইকেট আর ৫ সেঞ্চুরিতে সমৃদ্ধ রবিচন্দ্রন অশ্বিন জায়গা পাকা করে ফেলেছেন ক্রিকেট ইতিহাসে। তার সেই সাফল্যের বড় স্বাক্ষী রেকর্ড বইয়ের ম্যান অব দা সিরিজ পাতা। যেখানে এখন তিনি টেস্ট ইতিহাসে যৌথভাবে তৃতীয়।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরা হয়েছেন অশ্বিন। টেস্টে এই নিয়ে সিরিজ সেরার স্বাদ পেলেন তিনি অষ্টমবার।
৮ বার করে সিরিজ সেরা হওয়ার কীর্তি আছে তিন কিংবদন্তি শেন ওয়ার্ন, ইমরান খান ও স্যার রিচার্ড হ্যাডলির।
টেস্টে এর চেয়ে বেশি বার সিরিজ সেরা হওয়ার রেকর্ড আছে কেবল আর দুজনের। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস সিরিজ সেরা হয়েছেন ৯ বার।
সবার ওপরে এখানে মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ইতিহাসের সফলতম বোলার ম্যান অব দা সিরিজ হয়েছেন ১১ বার।
৭ বার করে সিরিজ সেরা হয়েছেন ওয়াসিম আকরাম ও শিবনারায়ন চন্দরপল।
টেস্ট ক্রিকেটের প্রথম প্রায় ১০০ বছরে অবশ্য ম্যাচ ও সিরিজ সেরার স্বীকৃতি দেওয়ার রীতি ছিল না। গত শতকের ষাটের দশকে এই রীতি শুরুর পরও নিয়মিত ছিল না। আশির দশকের মাঝামাঝি থেকে এসব নিয়মিত হতে শুরু হতে থাকে।
-
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পেস চ্যালেঞ্জ?
-
চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
-
বাংলাদেশের বিপক্ষে লঙ্কা দলে ২ নতুন মুখ
-
‘অবশ্যই আমরা সাকিবকে মিস করব’
-
কোনো ‘চাপে নেই’ মুমিনুল আর বাংলাদেশ
-
টিকা নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন ওয়্যাগনাররা
-
ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল
-
ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল