সেঞ্চুরির কাছে সুন্দরের অসুন্দর সমাপ্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2021 01:54 PM BdST Updated: 06 Mar 2021 01:54 PM BdST
জুটির শতরান ততক্ষণে হয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরের শতরান কেবল একটি শটের ব্যাপার। উইকেট তখনও আছে ৩টি। কিন্তু ৫ বলের মধ্যে গড়বড় হয়ে গেল সব। এক প্রান্ত থেকে অসহায় তাকিয়ে সুন্দর দেখলেন অন্য প্রান্তে সতীর্থদের বিদায়। থমকে গেলেন তিনি প্রথম সেঞ্চুরি থেকে ৪ রান দূরে।
ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে ভারত যখন প্রথম ইনিংসে অলআউট ৩৬৫ রানে, সুন্দর তখন অপরাজিত ৯৬ রানে।
অথচ ইনিংস শেষের খানিক আগেও সুন্দরের সেঞ্চুরি কেবল মনে হচ্ছিল সময়ের ব্যাপার। অষ্টম উইকেটে আকসার প্যাটেলের সঙ্গে তার জুটি পেরিয়ে যায় সেঞ্চুরি।
৯৬ থেকে সেঞ্চুরিতে পৌঁছানোর বড় একটি সুযোগ পেয়েছিলেন সুন্দর। তবে জো রুটের একটি ফুল টস পেয়েও কাজে লাগাতে পারেননি। উল্টো সেই বলে রানের চেষ্টায় আকসার রান আউট হয়ে যান ৪২ রানে।
বিপদটা বোঝা যায়নি তখনও। পরের ওভারে স্ট্রাইকে ইশান্ত শর্মা। প্রথম বলেই তাকে এলবিডব্লিউ করে দেন বেন স্টোকস। এবার সত্যিকারের শঙ্কায় পড়েন সুন্দর। উইকেটে যান শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ। দুটি বল তিনি নিরাপদে কাটিয়েও দেন। পরের বলটিতে আর রক্ষা হয়নি। উড়ে যায় বেলস। হতাশা নিয়ে মাঠ ছাড়েন সুন্দর।
সিরিজের প্রথম টেস্টেও সেঞ্চুরির একটা সম্ভাবনা জাগিয়েছিলেন সুন্দর। সেবারও তিনি ৮৫ রানে অপরাজিত থেকে যান সতীর্থরা আউট হয়ে যাওয়ায়।
অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও ছোট্ট টেস্ট ক্যারিয়ারে নিজের সামর্থ্যের প্রমাণ এর মধ্যেই রাখতে পেরেছেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেনে করেছিলেন ফিফটি। সব মিলিয়ে ৪ টেস্টেই ৩ ফিফটি হয়ে গেল তার সাত-আটে ব্যাট করে। ব্যাটিং গড় এখন ৬৬.২৫!
-
সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
-
কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)