‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2021 08:30 PM BdST Updated: 05 Mar 2021 08:30 PM BdST
-
সেঞ্চুরি হাঁকানো রিশাভ পান্ত।
দল যখন চাপে থাকে তখনই যেন বেরিয়ে আসে রিশাভ পান্তের সেরাটা। অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষেও দলের প্রয়োজনের সময় দারুণ সব ইনিংস খেলে যাচ্ছেন তিনি। চতুর্থ টেস্টে এই কিপার-ব্যাটসম্যানের অসাধারণ সেঞ্চুরিতে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি ও সাবেক ভারত অধিনায়কের মতে, সব সংস্করণেই সব সময়ের সেরাদের একজন হবেন পান্ত।
অস্ট্রেলিয়ায় সবশেষ সফরে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন পান্ত। সিডনি টেস্টে দলের কঠিন সময়ে ৯৭ রানের ইনিংস খেলে জয়ের সম্ভাবনা জাগান তিনি। পরে বাঁহাতি এই ব্যাটসম্যানের ৮৯ রানের অপরাজিত ইনিংসেই স্বাগতিকদের ব্রিজবেন দুর্গ ভেঙে দ্বিতীয়বারের মতো ২-১ এ টেস্ট সিরিজ জিতে ফেরে ভারত।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে করেন ৮৮ বলে ৯১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন অপরাজিত ৫৮। আহমেদাবাদে হওয়া দিবা-রাত্রির টেস্টে রান না পেলেও একই মাঠে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসেই করলেন সেঞ্চুরি। খেললেন ১১৮ বলে ১০১ রানের ইনিংস।
১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন বিপদে, পান্ত ধরেন হাল। তার সাহসী ইনিংসেই মূলত দ্বিতীয় দিন শেষে ৮৯ রানের লিড পেয়েছে ভারত।
পান্তের এমন ব্যাটিং সামনেও দেখা যাবে বলে বিশ্বাস করেন সৌরভ। টুইটারে তরুণ এই কিপার-ব্যাটসম্যানকে এভাবেই ব্যাটিং চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তিনি।
“কেমন ভালো সে? অবিশ্বাস্য। চাপের মধ্যে কী দারুণ ইনিংস। এটা প্রথমবার নয়, এমনকি শেষবারও না। সামনে সে সব সংস্করণের সব সময়ের সেরাদের একজন হবে। এমন আগ্রাসী ঘরানায় ব্যাটিং করে যাও। আর এই কারণেই তুমি ম্যাচ উইনার ও স্পেশাল।”
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটি পান্তের টেস্ট ক্যারিয়ারের তৃতীয়, ভারতের মাটিতে প্রথম।
-
সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
-
কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)