আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2021 12:11 PM BdST Updated: 05 Mar 2021 12:11 PM BdST
-
বেন স্টোকসের বলে শূন্য হাতে ফিরছেন বিরাট কোহলি। ছবি : বিসিসিআই।
ক্যারিয়ারের দীর্ঘতম সেঞ্চুরি খরা চলছে বিরাট কোহলির। সেই খরা কাটাবেন কী, উল্টো আবার তিনি আউট হলেন শূন্য রানে। এই পরিক্রমায় ভারতীয় অধিনায়ক নাম লেখালেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে।
ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে বেন স্টোকসের বলে শূন্য রানে ফেরেন কোহলি। তার টেস্ট ক্যারিয়ারের এটি দ্বাদশ ‘ডাক’, অধিনায়ক হিসেবে অষ্টম। রেকর্ড ছুঁলেন এখানেই, মহেন্দ্র সিং ধোনি পেলেন একজন সঙ্গী। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্য!
ভারতের নেতৃত্বে টেস্টে ৮ বার শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা আছে ধোনিরও। মনসুর আলি খান পতৌদি এই স্বাদ পেয়েছেন ৭ বার, কপিল দেব ৬ বার।
শুধু টেস্টেই নয়, তিন সংস্করণ মিলিয়েও হতাশার এই রেকর্ডের শীর্ষে উঠে গেছেন কোহলি। যেখানে তার নাম এখন সৌরভ গাঙ্গুলির পাশে।
ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন সৌরভ। এবার ১৩ শূন্য হয়ে গেল কোহলিরও। ধোনির শূন্য ১১টি, কপিলের ১০টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ‘ডাক’ পাওয়ার বিশ্বরেকর্ড স্টিভেন ফ্লেমিংয়ের। সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক নেতৃত্বের ম্যাচে ১৩টি শূন্য পেয়েছেন টেস্টে, আন্তর্জাতিক ক্রিকেটে ২৭টি।
এই ম্যাচে শূন্য রানে আউট হয়ে আরও কিছু অনাকাঙ্ক্ষিত প্রাপ্তি হয়ে গেছে কোহলির। এই সিরিজে চেন্নাই টেস্টেও শূন্য রানে ফিরেছিলেন তিনি। দেশের মাটিতে এক টেস্ট সিরিজে দুই বার শূন্যতে বিদায় নেওয়ার অভিজ্ঞতা তার এটিই প্রথম।
গোটা ক্যারিয়ারে এক সিরিজে দুই বার শূন্য রানে ফিরেছিলেন আগে একবারই, ২০১৪ সালে ইংল্যান্ড সফরে সেই বিভীষিকার সিরিজে। যে সিরিজের ব্যর্থতার পর টেস্ট ক্যারিয়ার নতুন করে সাজিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ‘ডাক’ এখন ২৭টি, ভারতের হয়ে যা দশম সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৪৩টি শূন্য জহির খানের। অন্যান্য উল্লেখযোগ্যদের মধ্যে শচিন টেন্ডুলকারের শূন্য ৩৪টি, বিরেন্দর শেবাগের ৩১টি, সৌরভ ও কপিলের ২৯টি, যুবরাজ সিং ২৬টি, সুরেশ রায়না ২৫টি, রাহুল দ্রাবিড়ের ২০টি।
-
সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
-
কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)