পোলার্ডকে ৬ ছক্কার ক্লাবে গিবস-যুবরাজের স্বাগত

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার ক্লাব পেয়েছে নতুন সদস্য। কাইরন পোলার্ডকে স্বাগত জানিয়েছেন দুই পুরান সদস্য হার্শেল গিবস ও যুবরাজ সিং।

স্পোর্ট ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2021, 04:27 PM
Updated : 4 March 2021, 04:27 PM

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আকিলা দনাঞ্জয়ার এক ওভারে ছয়টি ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ড। ১৩১ রান তাড়ায় ৪ উইকেটে জেতে স্বাগতিকরা। ম্যাচ সেরা পোলার্ড ৩৮ রান করেন ১১ বলে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬ ছক্কা মারা ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ এক টুইটে পোলার্ডকে পাঠান অভিনন্দন বার্তা।

“ছয় ছক্কার ক্লাবে স্বাগত পোলার্ড। তোমার খেলা সত্যি সুন্দর।”

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের লোডেভিক ফন বাঙ্গেকে ছয় ছক্কা মারা গিবস তিন কীর্তিতেই মিল খুঁজে পেয়েছেন। তিন ব্যাটসম্যানই আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১০ সাল থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলে আছেন পোলার্ড। গিবস খেলেছিলেন ২০১২ সালে, ২০১৯ সালে যুবরাজ।

দ্বিতীয় টুইটে পোলার্ডের সঙ্গে আরও এক জায়গায় মিল খুঁজে নিয়েছেন গিবস।

“ছয় ছক্কা মারার জন্য মার্চ হলো জনপ্রিয় একটা মাস, ১৬/৩/২০০৭ ও ৩/৩/২০২১। অভিনন্দন পোলার্ড।”