নিলামে উঠছে ম্যাক্সওয়েলের ছক্কায় ভাঙা চেয়ার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2021 09:07 PM BdST Updated: 04 Mar 2021 09:07 PM BdST
-
স্বাক্ষর করা ভাঙা চেয়ার হাতে ম্যাক্সওয়েল। ছবি: সিএ।
স্মারক হিসেবে ব্যাট, বলসহ নিলামে তোলা হয় ক্রিকেটীয় সরঞ্জামের কত কিছুই। অদ্ভুত হলেও সত্যি, এবার নিলামে উঠতে যাচ্ছে একটি ভাঙা চেয়ার! গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কায় ভেঙে যাওয়া চেয়ারটি ফেলে দেওয়ার বদলে কাজে লাগাচ্ছেন ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের প্রধান নির্বাহী শেন হারমন।
ওয়েলিংটনে বুধবার হওয়া নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তোলেন ম্যাক্সওয়েল। খেলেন ৩১ বলে ৭০ রানের ইনিংস। তার মারা পাঁচ ছক্কার একটি গিয়ে ফাঁকা গ্যালারিতে চেয়ারে পড়লে তা ভেঙে যায়।
পরে টুইটারে ভাঙা চেয়ারটির ছবি দিয়ে হারমন জানান, ট্রেড মি নামের একটি প্ল্যাটফর্মে নিলামের জন্য তোলা হবে এটি। যার থেকে পাওয়া অর্থ দান করা হবে ওয়েলিংটন হোমলেস উইমেন্স ট্রাস্টে।
প্লাস্টিকের চেয়ারটিতে ম্যাক্সওয়েলের স্বাক্ষর চান হারমন। অস্ট্রেলিয়ান বিস্ফোরক ব্যাটসম্যানও হাসিমুখে তা দিয়ে দেন।
নিলামে কোনো ডাক দিবেন কিনা ম্যাক্সওয়েল, ম্যাচ শেষে তাকে করা হয় এমন প্রশ্ন। উত্তরে তিনি বলেন, “আমি একটি অনুদান দেব এবং চেয়ার ভাঙার ক্ষমা চাইব। মাঝ ব্যাটে খুব বেশি মারতে পারিনি, তাই ওই বল মাঠ পেরিয়ে গ্যালারিতে ফেলতে পেরে খুশি ছিলাম।”
২০৮ রান তুলে নিউ জিল্যান্ডকে ৬৪ রানের রেকর্ড ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজটি এখন ২-১ এ এগিয়ে স্বাগতিকরা।
-
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পেস চ্যালেঞ্জ?
-
চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
-
বাংলাদেশের বিপক্ষে লঙ্কা দলে ২ নতুন মুখ
-
‘অবশ্যই আমরা সাকিবকে মিস করব’
-
কোনো ‘চাপে নেই’ মুমিনুল আর বাংলাদেশ
-
টিকা নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন ওয়্যাগনাররা
-
ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল
-
ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল