হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2021 02:00 PM BdST Updated: 04 Mar 2021 02:58 PM BdST
আকিলা দনাঞ্জয়ার বলটি মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে দিলেন কাইরন পোলার্ড। ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপের চিৎকার, “সিক্স সিক্সেস ফর কাইরন পোলার্ড… হার্শেল গিবস, যুবরাজ সিং, ইউ হ্যাভ কোম্পানি…।” ছয় ছক্কা মেরে পোলার্ড যখন কুর্নিশ করছেন সতীর্থদের, বোলার দনাঞ্জয়ার শির তখন নত হয়ে আছে হতাশায়। অথচ আগের ওভারেই তিনি উড়ছিলেন হ্যাটট্রিক আনন্দে!
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি এভাবেই মেলে ধরেছে ক্রিকেটের নানা রঙ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ক্যারিবিয়ানদের ৪ উইকেটে জয়ের এই ম্যাচে তোলপাড় পড়েছে রেকর্ড বইয়েও।
হ্যাটট্রিক
দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে হ্যাটট্রিক করেন আকিলা দনাঞ্জয়া। বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা স্পিনার পরপর তিন বলে ফিরিয়ে দেন তিন বাঁহাতি এভিন লুইস, ক্রিস গেইল ও নিকোলাস পুরানকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি চতুর্দশ হ্যাটট্রিক। এর মধ্যে দনাঞ্জয়া ছাড়া স্পিনার আছেন আফগানিস্তানের রশিদ খান, ওমানের খাওয়ার আলি ও অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার।
শ্রীলঙ্কার হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন থিসারা পেরেরা। এরপর দুই বার এই স্বাদ পান লাসিথ মালিঙ্গা।
ছয় ছক্কা
ইনিংসের ৬ নম্বর ওভারে দনাঞ্জয়ার ৬ বলে ৬ ছক্কা মারেন কাইরন পোলার্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটসম্যান পোলার্ড। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং।
আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে এক ওভারের সব বলে ছক্কা মারতে পেরেছেন আর কেবলে একজনই। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।
স্বীকৃত ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে টানা ছয় বলে ছক্কার নজির আছে আর মাত্র ৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি করেছেন স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রি, ঘরোয়া টি-টোয়েন্টিতে করেছেন ইংল্যান্ডের রস হোয়াইটলি, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউ জিল্যান্ডের লিও কার্টার।
এক ওভারে ৬ ছক্কার ঘটনা আছে আরেকটি, তবে সেটি টানা ৬ বলে ছিল না। ২০১৮ সালে নিউ জিল্যান্ডের ঘরোয়া এক দিনের ম্যাচের টুর্নামেন্টে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মিডিয়াম পেসার উইলেম লুডিকের ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন নর্দান ডিস্ট্রিক্টসের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন মিলে। তবে সেই ওভার শুরু হয়েছিল চার রান দিয়ে, মাঝে একটি সিঙ্গেলও ছিল। নো বল ছিল দুটি, সেই দুটিতে হয় ছক্কা। এক ওভার থেকে এসেছিল বিশ্বরেকর্ড ৪৩ রান!
পাওয়ার প্লের পাওয়ার
৬ ওভারে এ দিন ৯৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের বিশ্বরেকর্ড।
আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, গত বছর গ্রেনাডায় ৬ ওভারে ৯৩ তুলেছিল আয়ারল্যান্ড।
হর্ষ-বিষাদ (১)
হ্যাটট্রিকের ম্যাচেই ওভারে ছয় ছক্কা হজম করেছেন আকিললা দনাঞ্জয়া। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, স্বীকৃতি ক্রিকেটেই এই দ্বিমুখী স্বাদ নেই আর কারও।
হর্ষ-বিষাদ (২)
দনাঞ্জয়ার ৪ ওভার থেকে রান এসেছে ৬২। টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করার ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ে তার ধারেকাছে নেই আর কারও।
হ্যাটট্রিকের ম্যাচে এর আগে সবচেয়ে বেশি রান গুনেছিলেন মোহাম্মদ হাসনাইন। ২০১৯ সালের অক্টোবরে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তরুণ পেসার ৪ ওভারে দিয়েছিলেন ৩৭ রান।
ছক্কার বন্যা
৪ ওভারে ৮টি ছক্কা হজম করেছেন আকিলা দনাঞ্জয়া। একটি টি-টোয়েন্টিতে এতগুলো ছক্কা আগে হয়নি কোনো এক বোলারের বলে।
এর আগে সবচেয়ে বেশি ছক্কা দেওয়ার রেকর্ড ছিল ৭টি, যৌথভাবে ৪ বোলারের। আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই, ভারতের যুজব্রেন্দ্র চেহেল ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড পেয়েছিলেন ভুলে যাওয়ার মতো এই স্বাদ।
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস