উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 08:33 PM BdST Updated: 03 Mar 2021 10:43 PM BdST
-
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা শন উইলিয়ামস। ছবি: আইসিসি।
দুর্দান্ত ব্যাটিংয়ে পথ দেখালেন শন উইলিয়ামস। তার দারুণ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে পেল একশ ছাড়ানো লিড। বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসেও আফগানিস্তানকে দেড়শ পার হতে দিল না সফরকারীরা। ছোট লক্ষ্য পেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল উইলিয়ামসের দল।
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্টে মুখোমুখি হয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা ৩.২ ওভারেই ছুঁয়ে ফেলেন আফগানিস্তানের দেওয়া ১৭ রানের লক্ষ্য।
ভারত-ইংল্যান্ড আহমেদাবাদ টেস্টের পর আরেকটি টেস্ট শেষ হলো মাত্র দুই দিনে। ২ টেস্টের সিরিজে এখন ১-০ তে এগিয়ে জিম্বাবুয়ে।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের সবুজাভ উইকেটে রান তোলা ছিল কঠিন। পেসাররা পেয়েছেন সুইং, সময় গড়াতে স্পিনাররাও পেয়েছেন টার্ন।
ম্যাচের প্রথম দিনেই লিড নেওয়া জিম্বাবুয়ের বুধবার শুরুটা ভালো হয়নি। ১৩৩ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই তারা হারায় রায়ান বার্লের উইকেট। ইব্রাহিম জাদরানের বলে এলবিডব্লিউ হন তিনি।
সেই ধাক্কা রেজিস চাকাভাকে নিয়ে সামাল দেন আগের দিন ফিফটি করে অপরাজিত থাকা উইলিয়ামস। দুই জনে গড়েন ৭৫ রানের জুটি। ৬ চার, এক ছক্কায় ৪৪ রানে চাকাভাকে ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন বাঁ হাতি রিস্ট স্পিনার জহির খান।
বাকিদের কিছুটা সঙ্গ পেয়ে ১৬৯ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। আমির হামজার বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে থামেন ১০৫ রানে। তার ১৭৪ বলের ইনিংসটি গড়া ১০ চারে।
দুর্দান্ত বোলিংয়ে ৭৫ রানে ৬ উইকেট নেন হামজা। টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন বাঁ হাতি এই স্পিনার। সাদা পোশাকে আফগানিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে একাধিকবার গড়লেন এই কীর্তি।
১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান এবারও ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম ইনিংসের মতোই ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মাঝে।
দলটির হয়ে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল তিন জন। ফিফটি এসেছে একজনের ব্যাট থেকে। শঙ্কা জেগেছিল ইনিংস ব্যবধানে হারের।
ইব্রাহিম একাই লড়ে এড়ান ইনিংস পরাজয়ের শঙ্কা। দারুণ ব্যাটিংয়ে ৮৭ বলে ফিফটি ছোঁয়ার পর থামেন ৭৬ রানে। আফগান ওপেনারের ১৪৫ বলের ইনিংসে চার ১০টি। আর কেউ যেতে পারেননি ত্রিশের ঘরে।
প্রথম ইনিংসে ১৩১ রানে গুটিয়ে যাওয়া আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে করে ১৩৫। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭ রানের। যা সহজেই তাড়া করে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিংয়ে তিনটি করে উইকেট নেন ভিক্টর নিয়াউচি ও ডোনাল্ড তিরিপানো।
আগামী বুধবার শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ১৩১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৭২ ওভারে ২৫০ (আগের দিন ১৩৩/৫) (উইলিয়ামস ১০৫, বার্ল ৮, চাকাভা ৪৪, তিরিপানো ৪, মুজারাবানি ১২*, নিয়াউচি ০; ইয়ামিন ১৭.১-২-৪৮-১, হামজা ২৫-৩-৭৫-৬, জহির ১৯-০-৮১-২, ওয়াসি ৮.৫-০-২৩-০, ইব্রাহিম ২-০-১৩-১)।
আফগানিস্তান ২য় ইনিংস: ৪৫.৩ ওভারে ১৩৫ (ইব্রাহিম ৭৬, মালিক ০, মুনির ১, রহমত ০, হাশমতউল্লাহ ৪, আফসার ০, আসগর ১৪, ওয়াসি ৯, হামজা ২১*, ইয়ামিন ০, জহির ০; মুজারাবানি ৮-৪-১৪-২, নিয়াউচি ৭-১-৩০-৩, উইলিয়ামস ৬-০-২৮-১, তিরিপানো ৯.৩-২-২৩-৩, বার্ল ৭-০-১৩-১, সিকান্দার ৪-০-১৬-০, মাধেভেরে ৪-১-৬-০)।
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ১৭) ৩.২ ওভারে ১৭/০ (মাসভাউরে ৫*, কাসুজা ১১*; হামজা ২-০-১১-০, ইয়ামিন ১.২-০-৫-০)।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া