৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 07:35 PM BdST Updated: 03 Mar 2021 07:35 PM BdST
টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করা চাট্টিখানি কথা নয়। মেলে তো মোটে ৪ ওভার! নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবার সেই কঠিন কাজটিই করে দেখালেন অ্যাশটন অ্যাগার। অস্ট্রেলিয়াকে দারুণ জয় এনে দেওয়ার পথে এই বাঁহাতি স্পিনার গড়লেন অনন্য এক কীর্তি।
ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার ৬৪ রানের জয়ে অ্যাগারের শিকার ৩০ রানে ৬ উইকেট। এই পারফরম্যান্সে তার নাম উঠে গেছে রেকর্ড বইয়ের কয়েকটি পাতায়।
১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি স্পিনার অ্যাগার।
বাঁহাতি স্পিনে আগের সেরা বোলিং ছিল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের, নিউ জিল্যান্ডের বিপক্ষেই ৩ রানে ৫ উইকেট।
২
টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন অ্যাগার। স্পর্শ করলেন একাধিকবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
২ বার ৫ উইকেট নিয়ে এই রেকর্ডে আগে থেকেই আছেন ৫ জন-ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস, উমর গুল ও রশিদ খান।
১
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড অ্যাগারের এই পারফরম্যান্স।
আগের রেকর্ডও ছিল তারই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট।
০
অস্ট্রেলিয়ান স্পিনারদের মধ্যে টি-টোয়েন্টিতে ৫ উইকেট অ্যাগার ছাড়া আর নেই কারও। পেসারদের মধ্যে আছে কেবল জেমস ফকনারের, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ২৭ রানে ৫ উইকেট।
৪
টি-টোয়েন্টিতে ৬ উইকেটের স্বাদ পাওয়া চতুর্থ বোলার অ্যাগার। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস একাই এই পারফরম্যান্স দেখিয়েছেন ২ বার, একবার করে ভারতের দিপক চাহার ও যুজবেন্দ্র চেহেল।
-
সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
-
কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন