জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নেই রশিদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 08:52 PM BdST Updated: 01 Mar 2021 08:52 PM BdST
-
আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান। ছবি: বিসিসিআই।
আঙুলে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাই এই লেগ স্পিনারকে পাচ্ছে না আফগানিস্তান।
ইএসপিএনক্রিকইনফো সোমবার তাদের প্রতিবেদনে জানায়, রশিদের ডান হাতের মধ্যমায় যে সামান্য চিড় ধরা পড়েছে তা এখনও ঠিক হয়নি। যে কারণে মঙ্গলবার শুরু হতে যাওয়া টেস্টে তার খেলা হচ্ছে না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অবশ্য এখনও কিছু জানায়নি। তবে গত বৃহস্পতিবার তারা বিবৃতি দিয়ে ইঙ্গিত দিয়েছিল রশিদের না খেলার সম্ভাবনার বিষয়টি। তারা বলেছিল, রোববার পুনরায় পর্যবেক্ষণ করে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
পিএসএলে গত সোমবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সময় ক্রিস গেইলের একটি শট থামাতে গিয়ে আঙুলে চোট পান রশিদ। প্রচণ্ড যন্ত্রণায় তাকে মাঠ ছাড়তে হয়েছিল। চিকিৎসা নিয়ে পরে অবশ্য মাঠে নামেন তিনি। নিজের চার ওভারের কোটা পূরণ করেন এবং গেইলের উইকেটও নেন এই লেগ স্পিনার।
আগামী ৪ মার্চ পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হতে পারে রশিদকে। ধারনা করা হচ্ছে, তার জায়গায় বাঁহাতি রিস্ট স্পিনার জহির খান প্রথম টেস্টের দলে জায়গা পেতে পারেন।
-
৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল