জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নেই রশিদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 08:52 PM BdST Updated: 01 Mar 2021 08:52 PM BdST
-
আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান। ছবি: বিসিসিআই।
আঙুলে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাই এই লেগ স্পিনারকে পাচ্ছে না আফগানিস্তান।
ইএসপিএনক্রিকইনফো সোমবার তাদের প্রতিবেদনে জানায়, রশিদের ডান হাতের মধ্যমায় যে সামান্য চিড় ধরা পড়েছে তা এখনও ঠিক হয়নি। যে কারণে মঙ্গলবার শুরু হতে যাওয়া টেস্টে তার খেলা হচ্ছে না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অবশ্য এখনও কিছু জানায়নি। তবে গত বৃহস্পতিবার তারা বিবৃতি দিয়ে ইঙ্গিত দিয়েছিল রশিদের না খেলার সম্ভাবনার বিষয়টি। তারা বলেছিল, রোববার পুনরায় পর্যবেক্ষণ করে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
পিএসএলে গত সোমবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সময় ক্রিস গেইলের একটি শট থামাতে গিয়ে আঙুলে চোট পান রশিদ। প্রচণ্ড যন্ত্রণায় তাকে মাঠ ছাড়তে হয়েছিল। চিকিৎসা নিয়ে পরে অবশ্য মাঠে নামেন তিনি। নিজের চার ওভারের কোটা পূরণ করেন এবং গেইলের উইকেটও নেন এই লেগ স্পিনার।
আগামী ৪ মার্চ পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হতে পারে রশিদকে। ধারনা করা হচ্ছে, তার জায়গায় বাঁহাতি রিস্ট স্পিনার জহির খান প্রথম টেস্টের দলে জায়গা পেতে পারেন।
-
প্রস্তুতির ব্যাটিংয়ে আশার ছবি দেখছেন শান্ত
-
ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
-
আইপিএল জিতলে কী করবেন, জানেন না ডি ভিলিয়ার্স
-
পার্কিনসনের কবজির মোচড়ে যেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’
-
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!
-
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
-
বিশ্বকাপ ভাবনায় মালিককে চান আফ্রিদি
-
হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?