পিসিএ-এর প্রথম নারী সভাপতি এডওয়ার্ডস

দা প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সভাপতি হলেন শার্লট এডওয়ার্ডস। প্রথম নারী হিসেবে সংস্থাটির এই পদ পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2021, 02:58 PM
Updated : 26 Feb 2021, 02:58 PM

৪১ বছর বয়সী এডওয়ার্ডসকে সভাপতি হিসেবে নির্বাচিত করার বিষয়টি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় পিসিএ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচের জায়গায় এলেন তিনি। ২০১৮ সালে অ্যান্ড্রু ফ্লিন্টফের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গুচ।

ইংল্যান্ডের হয়ে প্রায় দুই দশক খেলেছেন এডওয়ার্ডস। তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ১০ হাজারের বেশি। ২০০৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।

নতুন এই দায়িত্ব পেয়ে ভিডিও বার্তায় এডওয়ার্ডস জানান, ক্রিকেটকে সামগ্রিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা থাকবে তার। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করতে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পিসিএ। ২০১১ সাল থেকে নারীদের সদস্য হিসেবে যোগ করা হয়।