মুরালিধরনের পর দ্রুততম ৪০০ অশ্বিনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2021 08:16 PM BdST Updated: 25 Feb 2021 09:56 PM BdST
-
টেস্টে ৪০০ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। ছবি: বিসিসিআই।
আহমেদাবাদের স্পিন স্বর্গে বল হাতে আলো ছড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। দুর্দান্ত বোলিংয়ে গড়লেন দারুণ কীর্তি। টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে স্পর্শ করলেন ৪০০ উইকেটের মাইলফলক।
Related Stories
সাদা পোশাকে দ্রুততম ৪০০ উইকেটের রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কান কিংবদন্তির লেগেছিল ৭২ টেস্ট। অশ্বিন মাইলফলকটি স্পর্শ করলেন ৭৭তম ম্যাচে। তালিকার তিন নম্বরে নেমে যাওয়া নিউ জিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের লেগেছিল ৮০ টেস্ট।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন এই কীর্তি গড়েন অশ্বিন। জফ্রা আর্চারকে এলবিডব্লিউ করে অভিজাত ক্লাবে পা রাখেন ভারতীয় স্পিনার।
মাইলফলক থেকে ৬ উইকেট দূরে থেকে ভারত-ইংল্যান্ডের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমেছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে এগিয়ে যান আরেকটু কাছে। পরে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন তিনি। এখন টেস্টে তার উইকেট ৪০১টি।
টেস্টে ৪০০ উইকেটের ক্লাবে পা রাখা ভারতীয় চতুর্থ বোলার অশ্বিন। অনিল কুম্বলে ৬১৯, কপিল দেব ৪৩৪ ও হরভজন সিং ৪১৭ উইকেট নিয়েছেন।
এই মাইলফলক ছোঁয়া বিশ্বের ষষ্ঠ স্পিনার ও বোলারদের মধ্যে ১৬তম অশ্বিন।
-
প্রস্তুতির ব্যাটিংয়ে আশার ছবি দেখছেন শান্ত
-
ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
-
আইপিএল জিতলে কী করবেন, জানেন না ডি ভিলিয়ার্স
-
পার্কিনসনের কবজির মোচড়ে যেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’
-
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!
-
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
-
বিশ্বকাপ ভাবনায় মালিককে চান আফ্রিদি
-
হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?