ঝড় তুলে দুঃখ নিয়ে পিএসএলকে বিদায় গেইলের

গেইল-ঝড়ে সবে মাতোয়ারা হয়ে উঠছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রোমাঞ্চের সমাপ্তি এর মধ্যেই। ২ ম্যাচে ৭ ছক্কার পর টুর্নামেন্ট থেকে আপাতত বিদায় নিলেন ক্রিস গেইল। এই মুহূর্তে চলে যেতে হচ্ছে বলে খারাপ লাগছে তার। তবে কথা দিয়ে গেলেন আবার ফেরার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 05:19 AM
Updated : 23 Feb 2021, 05:19 AM

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবারের পিএসএলের প্রথম দুই ম্যাচ খেলেন গেইল। প্রথম ম্যাচে ৪ চার ও ২ ছক্কায় ২৪ বলে করেন ৩৯। দ্বিতীয় ম্যাচে সোমবার ৫টি করে চার ও ছক্কায় ৪০ বলে ৬৮।

এই ম্যাচের পরই তাকে ফিরতে হচ্ছে ক্যারিবিয়ানে। সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। গেইল খেলবেন সেই সিরিজে।

বিদায় বেলায় ৪১ বছর বয়সী তারকা বললেন, ফিরতে চান টুর্নামেন্টের পরের ধাপে।

“ পিএসএল ছেড়ে যাওয়া দুঃখজনক, কারণ পুরো মৌসুম খেলতে চেয়েছিলাম। এখানে এসে টুর্নামেন্টে দাপট দেখাতে চেয়েছিলাম। সমর্থকদের উল্লাসের উপলক্ষ্য উপহার দিতে চেয়েছিলাম। তবে দ্বিতীয় পর্যায়ের জন্য লাহোরে ফিরতে মুখিয়ে আছি আমি।”

সোমবারের ম্যাচে গেইলের ঝড়ের পরও অবশ্য হেরে যায় তার দল। ১৭৮ রান তুললেও তারা পাত্তা পায়নি লাহোর কালান্দার্সের কাছে। ফখর জামানের ৫২ বলে অপরাজিত ৮২ ও মোহাম্মদ হাফিজের ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে লাহোর জিতে যায় ৯ উইকেটে।