৩ বলে ১৬ রানের সমীকরণ মিলিয়ে নায়ক প্রিটোরিয়াস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 11:20 PM BdST Updated: 22 Feb 2021 11:21 PM BdST
-
দারুণ ব্যাটিংয়ে দলকে জেতান মিগেল প্রিটোরিয়াস। ছবি: সিএসএ।
সমীকরণ ছিল বেশ কঠিন। ৩ বলে প্রয়োজন ১৬ রান। ক্রিজে অষ্টম ও নবম ব্যাটসম্যান। তবুও সমীকরণ মিলিয়ে ফেলল নাইটস। মিগেল প্রিটোরিয়াসের বিস্ফোরক ব্যাটিংয়ে হারিয়ে দিল কেপ কোবরাকে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সোমবার রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটে জিতেছে নাইটস।
ডারবানে ১৬৮ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে নাইটসের প্রয়োজন ছিল ১৯ রান। জিয়াদ আব্রাহামসের প্রথম তিন বলে ১ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ৩।
প্রিটোরিয়াস স্ট্রাইক পাওয়ার সময় ৩ বলে দরকার ছিল ১৬ রান। পরপর দুটি ছক্কা মেরে বাঁচিয়ে রাখেন আশা। এরপর ‘নো’ বলের কল্যাণে আসে ১ রান, আরেকটি সুযোগ পান প্রিটোরিয়াস। এবার বাউন্ডারিতে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
৮ বলে ২ ছক্কা, এক চারে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার করেন ১৯ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামা কেপ কোবরা জুবায়ের হামজা ও কাইল ভেরেইনের ব্যাটে ৫ উইকেটে করে ১৬৭ রান। ওপেনার হামজা ১০ চার ও ২ ছক্কায় ৪৯ বলে করেন অপরাজিত ৭৭। ভেরেইন ৫ চার, এক ছক্কায় ৩১ বলে করেন ৪৫ রান।
রান তাড়ায় নাইটসের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪২ রান করেন রায়নার্ড ফন টোন্ডের। অধিনায়ক পিট ফন বিলিয়োনের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৯। দিন শেষে সবাইকে ছাপিয়ে নায়ক প্রিটোরিয়াস।
-
এশিয়া কাপ পেছানোর ভাবনা
-
নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
-
জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
-
শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক মুডি
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক ম্যাথিউস
-
টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
-
তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
-
ইয়াসিরের ৮ রানের আক্ষেপ, তানভিরের ৩ উইকেট
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন