করোনাভাইরাস: আক্রান্ত লঙ্কান পেসার কুমারা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 06:19 PM BdST Updated: 22 Feb 2021 08:51 PM BdST
-
শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট।
লাহিরু কুমারার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এই লঙ্কান পেসারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেট সোমবার এক বিবৃতিতে কুমারার আক্রান্ত হওয়ার খবর জানায়।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল এখনও দেয়নি শ্রীলঙ্কা। তবে সাদা বলের সিরিজে বিবেচনায় থাকাদের রোববার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পরদিনই জানা গেল একজনের আক্রান্তের খবর।
আপাতত শ্রীলঙ্কা সরকারের কোভিড বিধি মেনে চলতে হবে কুমারাকে। থাকতে হবে কোয়ারেন্টিনে।
সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা দল। সেখানে আগামী ৪ থেকে ১৪ মার্চের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
করোনাভাইরাস থেকে সেরে ওঠার ওপর নির্ভর করছে টেস্ট সিরিজে কুমারার খেলা। দুই ম্যাচের সিরিজটি শুরু আগামী ২১ মার্চ।
ট্যাগ :
আরও পড়ুন
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র