কোভিড বিধি ভেঙে বিপাকে ওয়াহাব-স্যামি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 07:42 PM BdST Updated: 20 Feb 2021 07:58 PM BdST
বারবার সতর্ক করে দেওয়া হয়েছে সব দলের সবাইকে। তার পরও পাকিস্তান সুপার লিগ শুরুর (পিএসএল) ঠিক আগে বিপত্তি। করোনাভাইরাস বিধি ভেঙে নিজেদের বিপদ ডেকে আনার পাশাপাশি দলকেও বিপাকে ফেললেন পেশাওয়ার জালমি অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও কোচ ড্যারেন স্যামি।
দুজনকেই এখন কোয়ারেন্টিনে থাকতে হবে তিন দিন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তাই অধিনায়ককে মাঠে পাবে না পেশাওয়ার, ডাগ আউটে থাকবেন না কোচ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সব দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের নিষ্ঠাভরে কোভিড বিধি মানতে নির্দেশনা দেওয়ার তিন দিন পরই বিধি ভাঙার এই ঘটনা জানা গেল।
ইএসপিএনক্রিকইনফোর খবর, শুক্রবার দলের জৈব-সুরক্ষা বলয়ের বাইরের একজনের সঙ্গে দেখা করেছিলেন ওয়াহাব ও স্যামি। এই দুইজনের কাণ্ডে বিবৃতি দিয়ে হতাশা প্রকাশ করে পিসিবি।
করাচিতে পিএসএলের ষষ্ঠ আসর শুরু শনিবার। পেশাওয়ার রোববার খেলবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ, লাহোর কালান্দার্সের বিপক্ষে। ওয়াহাবের অনুপস্থিতিতে এ ম্যাচে অধিনায়ক কে হবেন, এখনও জানায়নি পেশাওয়ার।
ওয়াহাব-স্যামিকে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হলে কোয়ারেন্টিনের তিন দিনে দুইবার কোভিড নেগেটিভ হতে হবে।
আসর শুরুর আগেই লাহোর কালান্দার্সের একজন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে রাখা হয়েছে ১০ দিনের আইসোলেশনে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র